ওয়াশিংটনের সুপার মার্কেট ডিম শূন্য

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৫

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আমেরিকার রাজধানী ওয়াশিংটন এবং এর শহরতলী এলাকার সুপার মার্কেটের সেলফগুলো এখন প্রায় ডিম শূন্য, খবর এএফপি’র। 

ডিমের উচ্চমূল্যের কারণে সর্বত্র ক্রেতারা হতাশ। দোকানদাররাও তাদের দোকানে ডিম সংগ্রহের পরিমাণ কমিয়ে দিয়েছে। ওয়াশিংটনের একটি সুপার মার্কেটে ২৬ বছর বয়সি ক্রেতা সামান্থা লোপেজ এএফপিকে বলেছেন, ডিমের দাম বাড়ছে। আমার কম বাজেটে খাবারের জন্য অতিরিক্ত ব্যয় কষ্টসাধ্য হয়ে পড়েছে ।

দক্ষিণের ফ্লোরিডাতেও একই অবস্থা। মিয়ামির অধিবাসী ব্লাঞ্চে ডি জেসাস বলেনেছ, পুষ্টির জন্য ডিম খুবই প্রয়োজনীয়। কিন্তু ডিম পেতে তোমাকে বেগ পেতে হচ্ছে। কারণ এর দাম বেশি। এটি খুবই লজ্জাজনক।  

আমেরিকার বাজারে ডিমের ঘাটতি এবং উচ্চমূল্যের কারণ যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে এভিয়ান ফ্লু’র ফিরে আসা। যার প্রাদুর্ভাব আমেরিকাতে ঘটেছিল ২০২২ সালে। আমেরিকার কৃষি বিভাগ সূত্রে শুক্রবার জানা যায় যে তখন থেকে প্রতিবছর ২১ মিলিয়নেরও বেশি ডিমপাড়া মুরগি মারা গেছে। যাদের বেশিরভাগ মারা যায় ওহিও, নর্থ ক্যারোলিনা এবং মিসৌরি রাজ্যে।  

এক বছর আগের তুলনায় গত ডিসেম্বরে এক ডজন ডিমের দাম ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কৃষি অফিস সূত্রে জানা যায় যে ডিমের দাম ডজন প্রতি ২.৫০ ডলার থেকে বেড়ে হয়েছে ৪.১৫ ডলার। মার্কিনিরা ডিম খেতে ভালবাসে। একজন আমেরিকান বছরে গড়ে ২৭৭টি ডিম খেয়ে থাকে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০