সুদৃঢ় ও বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তাসহ ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হতে হবে: ম্যাখোঁ

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ মঙ্গলবার বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ‘সুদৃঢ় ও বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।’ দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক ফোনালাপের পর তিনি এ মন্তব্য করেন।

ম্যাখোঁ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেন, ‘আমরা ইউক্রেনে একটি সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী শান্তি চাই। এটি অর্জনের জন্য, রাশিয়াকে তার আগ্রাসন বন্ধ করতে হবে এবং এর সাথে ইউক্রেনীয়দের জন্য সুদৃঢ় ও বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।’

তিনি ২০১৪ এবং ২০১৫ সালে পূর্ব ইউক্রেনে সংঘাতের অবসান ঘটাতে স্বাক্ষরিত চুক্তির কথা উল্লেখ করে বলেন, ‘অন্যথায়, এই যুদ্ধবিরতি মিনস্ক চুক্তির মতোই শেষ হওয়ার ঝুঁকি থাকবে।’

প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন নীতির নাটকীয় পরিবর্তনের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য ম্যাখোঁ প্যারিসে ইউরোপীয় নেতাদের সাথে এক জরুরি বৈঠকের পর জেলেনস্কির সাথে এই ফোনালাপ করেন।

ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপনে এমন আলোচনা করতে চান যেখানে ইউরোপীয় ইউনিয়ন তো দূরের কথা কিয়েভও জড়িত থাকবে না।

জেলেনস্কি তার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ম্যাখোঁ তাকে ইউরোপীয় নেতাদের সাথে আলোচনা সম্পর্কে অবহিত করেছেন এবং তারা কীভাবে শান্তি অর্জন করবেন সে সম্পর্কে একটি ‘সাধারণ দৃষ্টিভঙ্গি’ বিনিময় করেছেন। তিনি এক্স-এ বলেন, ‘আমরা একটি সাধারণ দৃষ্টিভঙ্গি বিনিময় করেছি যেখানে নিরাপত্তার নিশ্চয়তা অবশ্যই সুদৃঢ় এবং নির্ভরযোগ্য হতে হবে।’

‘এই ধরণের নিশ্চয়তা ছাড়া অন্য কোনও সিদ্ধান্ত একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হবে, যা, কেবল রাশিয়ার আরেকটি প্রতারণা এবং ইউক্রেন বা অন্যান্য ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার আর একটি নতুন যুদ্ধের সূচনা হিসেবে কাজ করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০