ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন: এটর্নি জেনারেল

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ব্রাজিলের এটর্নি জেনারেল মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে কট্টর ডানপন্থী প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারো এবং আরও ৩৩ জনের বিরুদ্ধে ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর একটি কথিত অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ এনেছেন।

ব্রাসিলিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তিক্ত নির্বাচনী প্রতিযোগিতায় পরাজয়ের পর প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতা গ্রহণে বাধা দেওয়ার অভিযোগে ৬৯ বছর বয়সী বলসোনারো এবং তার সহ-অভিযুক্তদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল।

এটর্নি জেনারেল পাওলো গোনেট ব্র্যাঙ্কো ’পাণ্ডুলিপি, ডিজিটাল ফাইল, স্প্রেডশিট এবং বার্তা আদান-প্রদানের প্রমাণ, যা গণতান্ত্রিক শৃঙ্খলা ব্যাহত করার পরিকল্পনা প্রকাশ করে- এমন প্রমাণাদিসহ সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেছেন। এটর্নি জেনারেল কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

অভিযোগগুলোর মধ্যে একটি হল ’সশস্ত্র অপরাধী সংগঠন’র অপরাধ। যার নেতৃত্বে বলসোনারো এবং তার ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী ওয়াল্টার ব্রাগা নেটো আছেন বলে অভিযোগ রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক ও সামরিক কর্মীসহ অন্যান্য ব্যক্তিদের সাথে মিত্রতা করে বলসোনারো এবং তার সহযোগিরা সমন্বিতভাবে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন।

দুই বছরের তদন্তের পর গত বছর প্রকাশিত ৮০০ পৃষ্ঠারও বেশি ফেডারেল পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে প্রসিকিউটরের কার্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, বলসোনারো ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে সম্পূর্ণ সচেতন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

বলসোনারো অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন তিনি ’নিপীড়নের’ শিকার।

ব্র্যাঙ্কোর কার্যালয়ের বিবৃতি থেকে জানা যায়, চক্রান্তটি ২০২১ সালে শুরু হয়েছিল, ‘ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের উপর জনসাধারণের বিবৃতি এবং ইন্টারনেটের মাধ্যমে পদ্ধতিগত আক্রমণের মাধ্যমে।’

বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালের অক্টোবরে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের সময়, ’ভোটারদের বিরোধী প্রার্থীর পক্ষে ভোট দেওয়া থেকে বিরত রাখার জন্য’ নিরাপত্তা সংস্থাগুলোকে মোতায়েন করা হয়েছিল।

২০২৩ সালের ৮ জানুয়ারিতে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বলসোনারোর সমর্থকেরা ব্রাসিলিয়ায় সহিংসতা চালিয়েছিল। বলসোনারোর সমর্থকরা প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস এবং সুপ্রিম কোর্টে হামলা চালায়।

এটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, বলসোনারোর নেতৃত্বাধীন অপরাধী সংগঠনটি নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা গ্রহণে বাধা দেওয়ার জন্য রাজনৈতিক দৃশ্যপটে বলপ্রয়োগমূলক পদক্ষেপের পক্ষে সেনাপ্রধানদের উপর চাপ প্রয়োগ করেছিল।

তদন্তে থেকে আরো জানা গেছে বলসোনারোর সম্মতিতে লুলা, ভাইস-প্রেসিডেন্ট জেরাল্ডো অ্যালকমিন এবং একজন উচ্চপদস্থ বিচারককে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।

সুপ্রিম কোর্ট এখন অভিযোগগুলো বিবেচনা করবে এবং বলসোনারোর বিরুদ্ধে মামলা শুরু করার সিদ্ধান্ত নেবে।

অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা আগে, বলসোনারো রাজধানী ব্রাসিলিয়ায় সাংবাদিকদের বলেছেন, অভিযুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে তার কোনও উদ্বেগ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
১০