টরন্টোতে দুর্ঘটনার বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রীদের প্রত্যেককে ডেল্টা ৩০ হাজার ডলার করে দেবে

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৯

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন বিমান সংস্থা ডেল্টা বুধবার এএফপিকে জানিয়েছে, এই সপ্তাহে টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হওয়া বিমানের প্রত্যেক যাত্রীকে ৩০,০০০ ডলার প্রদান করা হবে। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়।

কোম্পানির একজন মুখপাত্র বলেন, এই পদক্ষেপের কোনও শর্ত নেই এবং এটি যাত্রীদের অধিকারকে প্রভাবিত করছে না। 

সোমবার, মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিস শহর থেকে ছেড়ে আসা ডেল্টা এয়ার লাইনসের একটি বিমান টরন্টোর প্রধান বিমানবন্দরে রানওয়েতে জোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

আগুনের গোলা এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উল্টে যাওয়া বিমানটিকে গ্রাস করে। তবে ৮০ জন যাত্রীর মধ্যে কেউই নিহত হননি।

ডেল্টা জানিয়েছে, এই দুর্ঘটনায় ২১ জন যাত্রী আহত হয়েছেন। তবে, বুধবার সকাল পর্যন্ত কেবল একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্যারামেডিক পরিষেবা জানিয়েছে, জরুরি পরিষেবা প্রদানকারীরা যাত্রীদের বিভিন্ন আঘাতের চিকিৎসা করেছেন, যার মধ্যে রয়েছে পিঠ মচকে যাওয়া, মাথার আঘাত, উদ্বেগ এবং মাথাব্যথা।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এবং এএফপিরযাচাই করা দুর্ঘটনার নাটকীয় ফুটেজে দেখা গেছে, বোম্বার্ডিয়ার সি আর জে-৯০০ অবতরণের আগে রানওয়েতে ধাক্কা খায়, তারপর পিছনে থেমে যাওয়ার আগে ডানা ভেঙ্গে যায়।

কানাডার পরিবহন সুরক্ষা বোর্ড এই ব্যাপারে একটি তদন্ত শুরু করেছে। 

টরন্টো দুর্ঘটনাটি উত্তর আমেরিকায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনার সর্বশেষ ঘটনা, যার মধ্যে রয়েছে ওয়াশিংটনে একটি মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার এবং একটি যাত্রীবাহী জেটের মধ্যে মধ্য আকাশে সংঘর্ষ, যার ফলে ৬৭ জন নিহত এবং ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল ট্রান্সপোর্ট বিমান দুর্ঘটনা, যার ফলে সাতজন নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
১০