যুক্তরাষ্ট্রের বহিষ্কৃত ৫০ জন অভিবাসী শিশুকে গ্রহণ করবে কোস্টারিকা

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৫

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বহিষ্কৃত ২শ’এশীয় অভিবাসীর মধ্যে কোস্টারিকা বৃহস্পতিবার ৫০ শিশুকে আশ্রয় দিবে। 

দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো চ্যাভেস বলেছেন, ‘তাদের সাথে ভালো আচরণ করা হবে।’ 

সান জোসে থেকে বার্তা সংস্থা এএফপি আজ এই খবর জানিয়েছে। 

কোস্টারিকা, পানামা ও গুয়াতেমালা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বহিষ্কৃত অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীদের গ্রহণ করতে এবং তাদের নিজ দেশ বা অন্যান্য আতিথেয়তাকারী দেশে না পাঠানো পর্যন্ত আশ্রয় দিতে সম্মত হয়েছে।

বুধবার চ্যাভেস বলেন, ‘৫০ জন শিশু আসছে। আমরা এখানে তাদের সঙ্গে ভালো আচরণ করব।’

মধ্য এশিয়া ও ভারত থেকে আসা ২শ’ জন নির্বাসিতকে রাজধানী সান জোসে থেকে বাসে চড়ে পানামা সীমান্তের কাছে প্রায় ৩৬০ কিলোমিটার (২২৩ মাইল) দূরে অবস্থিত একটি অভিবাসী কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

প্রেসিডেন্ট বলেছেন, তারা এই কেন্দ্র ছেড়ে যেতে পারবেন না এবং যতক্ষণ প্রয়োজন হবে, ততক্ষণ কোস্টারিকাতেই থাকবেন। সম্ভবত ‘চার, পাঁচ বা ছয় সপ্তাহ।’

তাদের প্রত্যাবাসন বা তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যবস্থা সান জোসে অবস্থিত মার্কিন দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) দ্বারা পরিচালিত হবে।

চ্যাভেস বলেন, সমস্ত খরচ ওয়াশিংটন বহন করবে।

কোস্টারিকার চার্চ গ্রুপগুলো আগত অভিবাসীদের কল্যাণ ও মঙ্গল কামনা করে তারা সেখানে কী অবস্থায় থাকবে, সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

ল্যাটিন আমেরিকা হল মার্কিন যুক্তরাষ্ট্রের আনুমানিক ১ কোটি ১০ লক্ষ অবৈধ অভিবাসীর আদি বাসস্থান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
১০