গুয়ানতানামো থেকে ভেনিজুয়েলায় অবৈধ অভিবাসীদের পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭ আপডেট: : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৮
ছবি: সংগৃহীত

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার কিউবার গুয়ানতানামোতে অবস্থিত সামরিক ঘাঁটি থেকে ১৭৭ জন অবৈধ অভিবাসীকে ভেনিজুয়েলায় তাদের স্বদেশে ফেরত পাঠিয়েছে। যা দীর্ঘদিনের বিরোধিতাকারী দুই দেশের মধ্যে সাম্প্রতিক সহযোগিতা চুক্তির ফলে সর্বশেষ এই অগ্রগতি এসেছে।

ভেনিজুয়েলার কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ওয়াশিংটন এবং কারাকাসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, মার্কিন ঘাঁটি থেকে ছেড়ে আসা একটি বিমান ১৭৭ জন অভিবাসীকে হন্ডুরাসে রেখে গেছে এবং ভেনেজুয়েলা সরকার তাদেরকে গ্রহণ করেছে।

কয়েক সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছিল। তখন পরিকল্পিত এই অভিযান বাস্তবায়ন করা অসম্ভব বলে মনে হচ্ছিল।

তবে চার সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতি হতে শুরু করেছে এবং হোয়াইট হাউস অভিবাসন সহযোগিতাকে অগ্রাধিকার দিচ্ছে।

ট্রাম্পের দূত রিচার্ড গ্রেনেল ৩১ জানুয়ারি কারাকাসে যান এবং মাদুরোর সাথে দেখা করেন। যার গ্রেপ্তারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে।

গ্রেনেল ছয়জন মার্কিন বন্দীর মুক্তির মধ্যস্থতা করেন। একদিন পর ট্রাম্প ঘোষণা করেন, ভেনিজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত অবৈধ অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে।

ভেনিজুয়েলা সরকার বলেছে, তারা ’গুয়ানতানামো নৌ ঘাঁটিতে অন্যায়ভাবে নিয়ে যাওয়া একদল স্বদেশীকে প্রত্যাবাসনের অনুরোধ করেছে।’

সরকার এক বিবৃতিতে জানায়, তাদের অনুরোধ গৃহীত হয়েছে এবং নাগরিকদের হন্ডুরাসে স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের উদ্ধার করা হচ্ছে।

মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা নিশ্চিত করে বলেছে, ‘গুয়ানতানামো বে থেকে হন্ডুরাসে স্থানান্তরিত করা ১৭৭ জন ভেনিজুয়েলার অবৈধ অভিবাসীকে ভেনিজুয়েলা সরকার আজ গ্রহন করেছে।’

২০১৮ সালের নির্বাচন, যা ব্যাপকভাবে অবাধ বা সুষ্ঠু নয় বলে প্রত্যাখ্যাত হয়েছিল। নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র তৎকালীন বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোকে ’অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর কারাকাস ২০১৯ সালের জানুয়ারিতে ওয়াশিংটনের সাথে সম্পর্ক ছিন্ন করে।

২০২৩ সালের অক্টোবরে, মাদুরো নির্বাসিত অভিবাসীদের বহনকারী মার্কিন বিমানগুলোকে ভেনিজুয়েলায় উড়তে অনুমতি দেন। কিন্তু চার মাস পরে অনুমতি প্রত্যাহার করেন।

তার সরকার ভেনিজুয়েলার নাগরিকদের দেশে ফিরতে ইচ্ছুকদের জন্য বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত প্রত্যাবাসন বিমান পরিচালনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০