মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মী ছাঁটাই করা হবে : পেন্টাগন

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, তারা আগামী সপ্তাহ থেকে ৫ শতাংশ বেসামরিক কর্মী ছাঁটাই শুরু করবে এবং নতুন করে নিয়োগ স্থগিত করবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সপ্তাহের শুরুতে পেন্টাগনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র কর্মকর্তারা এই ধরনের কর্মীদের তালিকা পাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা বলেছেন, এই তালিকায় ইউনিফর্মধারী সামরিক কর্মীদের মধ্যে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। শিক্ষানবিস কর্মীদের যারা এক বছরেরও কম সময় ধরে চাকরি করছেন এবং যারা এখনো সিভিল সার্ভিস সুরক্ষা পাননি কেবল তাদেরকেই ছাঁটাইয়ের তালিকায় রাখা হয়েছে।

প্রতিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি ড্যারিন সেলনিক এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আশা করছি ডিপার্টমেন্টের বেসামরিক কর্মী সংখ্যা ৫-৮ শতাংশ কমানো হতে পারে।’

তিনি আরো বলেছেন, ‘আমরা আশা করছি ৫ হাজার ৪শ’ শিক্ষানবিস কর্মীকে অব্যাহতি দেওয়া হতে পারে।

ইতোমধ্যে ট্রাম্প প্রশাসন মার্কিন বন পরিষেবা থেকে প্রায় ২ হাজার কর্মচারী ছাঁটাই করেছে এবং অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা থেকে ৭ হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গত সপ্তাহে এক্সে এক পোস্টে বলেছেন, তাদের ৯ লক্ষেরও বেশি বেসামরিক স্থায়ী কর্মী রয়েছে।

৫ শতাংশ ছাঁটাই করা হলে ৪৫ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
১০