ব্রাজিলে বাস ও ট্রাকের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী নিহত

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ-পূর্ব ব্রাজিলের একটি মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস এবং একটি ট্রাকের সংঘর্ষে ১২ জন শিক্ষার্থী নিহত এবং ২১ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে। 

সাও পাওলো থেকে এএফপি আজ এই খবর জানায়।

বৃহস্পতিবার রাতে রাজ্যের রাজধানী থেকে প্রায় ৩৭০ কিলোমিটার (২৩০ মাইল) দূরে অবস্থিত নুপোরাঙ্গা শহরের কাছে একটি মহাসড়কে দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু তাকে ধরে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার বিরুদ্ধে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা, হত্যা এবং ক্ষতির অভিযোগ আনা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা সবাই ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহতদের ওই অঞ্চলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় টেলিভিশন স্টেশনগুলো দুর্ঘটনাস্থলের ছবি সম্প্রচার করেছে। সংঘর্ষে বাসটির বাম দিকটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

গভর্নর তারসিসিও ডি ফ্রেইটাস সাও পাওলো রাজ্যে তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা অত্যন্ত দুঃখ ও বেদনার সাথে এই খবর জানাচ্ছি যে, এক মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে গেছে’।

পরিবহণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০