ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আইটিভি টেলিভিশনের এক খবরে বলা হয়েছে, পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেছেন, যুক্তরাজ্য ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে।
লন্ডন থেকে বার্তা সংস্থা ‘তাস’ এ খবর জানায়।
ওই কর্মকর্তার মতে, ইউক্রেনের সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি হবে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় নিষেধাজ্ঞার প্যাকেজ। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের তৃতীয় বার্ষিকী।
গতকাল ২২শে ফেব্রুয়ারি ‘ডেইলি টেলিগ্রাফ’ যুক্তরাজ্যের একটি সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করে যে, লন্ডন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।