দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকীতে বিশ্ব শান্তির জন্য জাপান সম্রাটের শান্তি কামনা  

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে জাপানের সম্রাট নারুহিতো তার জন্মদিনে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য মঙ্গল কামনা করেছেন। রোববার ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সি এই খবর জানিয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নারুহিতো তার ৬৫তম জন্মদিনের আগে আইএইচএ’কে দেওয়া এক বক্তব্য বলেছেন, ‘আমি আশা করি এই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী আমাদের হৃদয়ে শান্তি মর্ম স্মরণ রাখা এবং শান্তির প্রতি আমাদের অঙ্গীকার পর্যালোচনার একটি উৎসব হবে।’

তিনি বলেন, ’আমি বিশ্বাস করি, যুদ্ধের যে মর্মান্তিক অভিজ্ঞতা এবং ইতিহাস হয়েছে সেই অভিজ্ঞতা এবং ইতিহাস সেই প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ যারা এটি সম্পর্কে জানে না।’

তিনি আরো বলেন, 'হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা টোকিও এবং অন্যান্য শহরে বিমান হামলা, ওকিনাওয়ায় স্থল যুদ্ধ এবং ইওজিমা এবং বিদেশে ভয়াবহ যুদ্ধে অনেক মূল্যবান প্রাণহানি ঘটেছে। 

'আমি বিশ্বাস করি, অতীত সম্পর্কে আমাদের বিশদভাবে জানা প্রয়োজন, আরো গভীরভাবে শান্তির প্রতি ভালোবাসা লালন করা গুরুত্বপূর্ণ। যারা মারা গেছেন এবং যারা আঘাত পেয়েছেন তাদের ভুলে যাওয়া যাবে না।’

তিনি বলেন, বিশ্ব এখনো যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ ভুগছে। আমি বিশ্বাস করি যে, বিভিন্ন মূল্যবোধকে সম্মান এবং গ্রহণ করে এমন একটি সহনশীল সমাজ এবং একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আরো বৃহত্তর সহযোতা প্রয়োজন।

জাপান ১৫ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উদযাপন করবে।

১৯৪৫ সালের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে দু’টি পারমাণবিক বোমা নিক্ষেপের পর যুদ্ধের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০