পেরুর ফুড কোর্টের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পেরুর উত্তরাঞ্চলের একটি ব্যস্ততম শপিং সেন্টারের ফুড কোর্টের ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে ৬ জনে দাঁড়িয়েছে। ওই দুর্ঘটনায় আরো ৭৮ জন আহত হয়েছে।

দেশটির কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে শনিবার লিমা থেকে এএফপি এ খবর জানায়।

রাজধানী লিমা থেকে প্রায় ৫শ’ কিলোমিটার উত্তরে দেশের তৃতীয় বৃহত্তম শহর ট্রুজিলোর রিয়েল প্লাজা শপিং কমপ্লেক্সে শুক্রবার সন্ধ্যায় ধসের ওই দুর্ঘটনায় ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে দমকল কর্মী ও পুলিশবাহিনীর সদস্যরা।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, দুর্ঘটনার সময় ফুড কোর্টে কয়েক ডজন পরিবার ছিল। প্রতিরক্ষামন্ত্রী ওয়াল্টার আস্তুদিলোর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আন্দিনা’ জানায়, মৃতের সংখ্যা তিন থেকে ছয় জনে উন্নীত হয়েছে এবং আহতের সংখ্যা ৭৮ জনে পৌঁছেছে।

প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, আহতদের মধ্যে ৪৮জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এর আগে স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মরিলো জানান, আহতদের মধ্যে ১০জন শিশু। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

শপিং কমপ্লেক্সের পরিচালক গারলেট রদ্রিগেজ বলেছেন, ২০১৭ সালে ফুড কোর্টের ছাদটি স্থাপিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান হোসে সান্তিভানেজ জানান, ধসে পড়া ছাদের আয়তন আনুমানিক ৭শ’ থেকে ৮শ’ বর্গমিটার। আঞ্চলিক জরুরি অপারেশন সেন্টারের মতে, স্থানীয় সময় রাত ৮টা ৪১ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। তবে প্রায় আধ ঘণ্টা পরে তা জানা যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
১০