বেশিরভাগ ইউএসএআইডি’র কর্মীকে ছুটিতে কিংবা ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫০

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে বেশিরভাগ ইউএসএআইডি’র কর্মীকে রোববার মধ্যরাতের মধ্যে ছুটিতে পাঠিয়েছে বা ছাটাই করছে প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

সাহায্য সংস্থাটির বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেডারেল কর্মীসংখ্যা এবং ব্যয় কমানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সংস্থার প্রায় ১,৬০০ কর্মীকে ছাঁটাই করা হবে। এ ছাড়াও খবরে জানা গেছে, প্রায় ৪ হাজার ২০০  কর্মীকে ছুটিতে পাঠানোর হয়েছে।

ইউএস এআইডি’র বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বা নেতৃত্বের সঙ্গে যুক্ত 'নির্ধারিত কর্মীরা' বাদে ইউএসএআইডি’র সরাসরি নিয়োগকৃত বিশ্বব্যাপী অন্যান্য সকল কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে।

পদক্ষেপটি ট্রাম্পের ইউএসএআইডি ভেঙে ফেলার প্রচেষ্টার একটি ধাপ। বিশ্বজুড়ে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করায় সংস্থাটির ১০ সহস্রাধিক কর্মচারী নিয়োজিত রয়েছে।

এই মাসের শুরুতে সংস্থাটি ঘোষণা করে সমস্ত কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে, তবে এই নির্দেশিকা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কিন্তু শুক্রবার, একজন ফেডারেল বিচারক ইউএসএইড ব্যয় সংকুচিত করার পরিকল্পনা বাস্তবায়নের ওপর ট্রাম্প প্রশাসনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন।

রোববার সংস্থাটির এক বিবৃতিতে ব্যবস্থাপনা এদিন স্থানীয় সময় বিকেল ৫টা (গ্রিনীচ মান সময় ২২০০ টা)-র মধ্যে এসম্পর্কে অবহিত করবে উল্লেখ করে বলা হয়, সংস্থার বাকি কর্মীদের কাজ চালিয়ে যাওয়ার আশা করা হচ্ছে।

ইউএসএআইডি আরো জানায়, তারা বিদেশে কর্মরত কর্মীদের জন্য ফেরত ভ্রমণের খরচের তহবিল দেবে।

ট্রাম্প ও বিলিয়নেয়ার ইলন মাস্কসহ তার সহযোগীরা অভিযোগ করেছেন ইউএসএআইডি ‘জালিয়াতিতে পরিপূর্ণ,’ কিন্তু অভিযোগের খুব কমই প্রমাণ মিলেছে।

কয়েক দশকের পুরনো এই সংস্থা বছরের পর বছর ধরে সাহায্য খাতে তার অতিরিক্ত ব্যয় এবং এর কিছু কর্মসূচি তাদের লক্ষ্য অর্জন করে কিনা তা নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০