ভারতে সুড়ঙ্গে আটকে পড়া ৮ শ্রমিককে উদ্ধারের সম্ভাবনা কম

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৫

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় একটি নির্মাণাধীন সেচ টানেলে সুড়ঙ্গে আটকে পড়া আট শ্রমিককে নিরাপদে উদ্ধার করার সম্ভাবনা খুব কম। সোমবার একজন মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, তাদের উদ্ধার করতে না পাড়ায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভাগ্য।

তেলেঙ্গানা রাজ্যে শনিবার এই দুর্ঘটনা ঘটে। পানি ও মাটির আকস্মিক চাপের ফলে টানেলের একটি অংশ ধসে পড়ে। 

রাজ্যের পর্যটনমন্ত্রী জুপালি কৃষ্ণ রাও সাংবাদিকদের বলেন, আমি তাদের বেঁচে থাকার সম্ভাবনা সম্পর্কে ভবিষ্যৎ বাণী করতে পারছি না। (কিন্তু) সম্ভাবনা খুব একটা ভালো নয়। 

রাও বলেন, ধসের পরপরই ৪২ জন শ্রমিক সাঁতরে নিরাপদে বেরিয়ে আসেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্য আটকে পড়া শ্রমিকদের ডাকাডাকি করেছেন কিন্তু কোনও সাড়া পাননি।

তিনি বলেন, উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ অপসারণের জন্য দিনরাত কাজ করছেন এবং আরো ১০০ মিটার পরিষ্কার করা বাকি রয়েছে।

আমরা কোনও প্রচেষ্টাই কম করছি না, রাও বলেন। 

ভারতে বড় অবকাঠামো নির্মাণের স্থানে দুর্ঘটনা সাধারণ ঘটনা।

২০২৩ সালে ১৭ দিনের ম্যারাথন অভিযানের মাধ্যমে উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের আংশিক ধসে পড়া একটি সড়ক সুড়ঙ্গ থেকে ৪১ জন ভারতীয় শ্রমিককে উদ্ধার করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০