ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আংশিক ইউক্রেনের দখলে থাকা রাশিয়ার যুদ্ধ-কবলিত কুর্স্ক অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মস্কো কিয়েভ ও রেডক্রসের সঙ্গে একটি চুক্তি করেছে।
রাশিয়ার অধিকার কমিশনার সোমবার এএফপিকে একথা জানায়।
রাশিয়ান সংবাদ সংস্থাগুলো তাতায়ানা মোসকালকোভার উদ্ধৃতি দিয়ে জানায়, ইউক্রেনের সুমি অঞ্চলে এখনও কিছু লোক রয়েছে। আজ রেডক্রস ও ইউক্রেন পক্ষের সঙ্গে এ নিয়ে একটি চুক্তি হয়েছে। তাদের বেলারুশ হয়ে রাশিয়ায় সরিয়ে নেওয়া হবে।’