দক্ষিণ কোরিয়ার সেতু ধসে ২ জনের প্রাণহানি, আহত ৫

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ আপডেট: : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): দক্ষিণ কোরিয়ার একটি এক্সপ্রেসওয়ে নির্মাণস্থলে মঙ্গলবার এক সেতু ধসে দুইজনের প্রাণহানি ও অপর পাঁচজন আহত হয়েছে।

দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়।

জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ওই দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে, চারজন গুরুতর আহত এবং একজন কিছুটা আহত হয়েছে। কর্তৃপক্ষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া তিনজনের সন্ধান করছে।

রাজধানী সিউল থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণে আনসিওংয়ে স্থানীয় সময় সকাল ৯ টা ৫০মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় গণমাধ্যমে প্রচার করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে সেতুর একটি অংশ ভেঙে পড়ায় বাতাসে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য কর্মীদের জরুরি নির্দেশনা জারি করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপিকে জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক উদ্ধার অভিযানের জন্য সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মীদের একত্রিত করার জন্য জরুরি নির্দেশনা জারি করেছেন।

সিউলের শ্রম মন্ত্রণালয় জানায়, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে আট সহস্রাধিক কর্মসংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
১০