ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): দক্ষিণ কোরিয়ার একটি এক্সপ্রেসওয়ে নির্মাণস্থলে মঙ্গলবার এক সেতু ধসে দুইজনের প্রাণহানি ও অপর পাঁচজন আহত হয়েছে।
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়।
জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ওই দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে, চারজন গুরুতর আহত এবং একজন কিছুটা আহত হয়েছে। কর্তৃপক্ষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া তিনজনের সন্ধান করছে।
রাজধানী সিউল থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণে আনসিওংয়ে স্থানীয় সময় সকাল ৯ টা ৫০মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় গণমাধ্যমে প্রচার করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে সেতুর একটি অংশ ভেঙে পড়ায় বাতাসে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য কর্মীদের জরুরি নির্দেশনা জারি করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপিকে জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক উদ্ধার অভিযানের জন্য সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মীদের একত্রিত করার জন্য জরুরি নির্দেশনা জারি করেছেন।
সিউলের শ্রম মন্ত্রণালয় জানায়, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে আট সহস্রাধিক কর্মসংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে।