ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সের্গেই শোইগু মঙ্গলবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং তার প্রতিরক্ষামন্ত্রীর সাথে আলোচনার জন্য বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন। আলোচনায় মস্কো এবং জাকার্তা প্রতিরক্ষা সম্পর্ক আরো জোরদার করার চেষ্টা করা হবে বলে ধারনা করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি একটি নিরপেক্ষ বৈদেশিক নীতি বজায় রাখে। ইউক্রেন সংঘাতে বা মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৃহৎ শক্তির প্রতিযোগিতায় কোনও পক্ষ নেয়নি।
রাশিয়ার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং বর্তমানে নিরাপত্তা পরিষদের সচিব শোইগুকে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সেনা পাঠানোর সিদ্ধান্তে প্রভাবশালী হিসেবে দেখা হয় এবং তিনি প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের একজন ঘনিষ্ঠ মিত্র।
ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সকালে তিনি রাজধানী জাকার্তায় প্রতিরক্ষামন্ত্রী সাজাফ্রি সাজামসোয়েদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
প্রাসাদের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানায়, প্রাবোও মঙ্গলবার বিকেলে প্রেসিডেন্ট প্রাসাদে শোইগুকে অভ্যর্থনা জানাবেন।
সোমবার রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, শোইগু ’ইন্দোনেশিয়ার শীর্ষ নেতৃত্বের’ সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। যার মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
সম্প্রতি অভিষেক হওয়া প্রাবোও বিশ্ব মঞ্চে আরো সাহসী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পুতিনের সাথে আলোচনার জন্য তিনি গত জুলাই মাসে মস্কো সফর করেছেন।
নভেম্বরে, ইন্দোনেশিয়া এবং রাশিয়া তাদের প্রথম যৌথ নৌ মহড়া আয়োজন করে।
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার পূর্বে অনুষ্ঠিত মহড়ার জন্য রাশিয়া তিনটি কর্ভেট-শ্রেণীর যুদ্ধজাহাজ, একটি মাঝারি ট্যাঙ্কার জাহাজ, একটি সামরিক হেলিকপ্টার এবং একটি টাগ বোট পাঠিয়েছে।
মস্কোর সাথে জাকার্তার বিলিয়ন ডলারের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।