কলম্বিয়ায় বোমা হামলায় ১৭ জন আহত

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১২

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : কলম্বিয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সোমবার এক বোমা হামলায় তিন শিশু এবং দুই পুলিশ কর্মকর্তাসহ ১৭ জন আহত হয়েছেন। ভঙ্গুর শান্তি প্রক্রিয়া নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, কলম্বিয়ার বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কাউকা বিভাগের গভর্নর অক্টাভিও গুজম্যান এক্স-এ পোস্টে জানিয়েছেন, মোরালেস শহরের একটি পুলিশ স্টেশনের বাইরে সম্ভবত একটি মোটরসাইকেলের সাথে সংযুক্ত একটি ডিভাইস বোমা বিস্ফোরিত হয়েছে।

তিনি বলেন, সাত বছর বয়সী এক মেয়েকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুই পুলিশ কর্মকর্তার চিকিৎসা দেয়া হয়েছে।

কলম্বিয়ায় বামপন্থী গেরিলা, ডানপন্থী আধাসামরিক বাহিনী, মাদক কার্টেল এবং সরকারি বাহিনীর মধ্যে ছয় দশক ধরে চলমান সশস্ত্র সংঘাত থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করছে। ।

সেন্ট্রাল জেনারেল স্টাফ (ইএমসি)-এর বিদ্রোহী যোদ্ধাদের কর্তৃক নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার জন্য কর্তৃপক্ষ এখনও কাউকে দায়ী করেনি। শান্তি চুক্তির বিরোধিতাকারী একটি দল যারা এফএআরসি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত সপ্তাহে, ভেনেজুয়েলার সাথে কলম্বিয়ার সীমান্তের কাছে দুটি শহরে চারটি বোমা হামলায় ছয়জন আহত হয়। যার ফলে কর্মকর্তারা রাতভর কারফিউ ঘোষণা করেন। এই হামলার জন্য ইএলএন গেরিলা গোষ্ঠীকে দায়ী করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
১০