কঙ্গোর যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চলে নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে : প্রধানমন্ত্রী

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭ আপডেট: : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২২

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআর কঙ্গো) প্রধানমন্ত্রী সোমবার জানিয়েছেন, রুয়ান্ডা সমর্থিত এম২৩ গ্রুপ দুটি বড় শহর দখল করার পর থেকে কঙ্গোর পূর্বাঞ্চলে ‘সাত হাজারেরও বেশি’ মানুষ নিহত হয়েছে। কিনশাসা থেকে এএফপি এ খবর জানায়।

সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ তবে গত ৩০ বছর ধরে নানা সংঘাতের কারণে জর্জরিত অঞ্চলটিতে এক সপ্তাহ দীর্ঘ তৎপরতার ফলে এম২৩ এবং এর রুয়ান্ডার মিত্ররা উল্লেখযোগ্য অবস্থান করে নিয়েছে।

গত মাসের শেষের দিকে উত্তর কিভুর রাজধানী এবং দেশের পূর্বাঞ্চলের প্রধান শহর গোমা দখল করার পর মাত্র এক সপ্তাহ আগে এম২৩ যোদ্ধারা দক্ষিণ কিভু প্রাদেশিক রাজধানী বুকাভুর নিয়ন্ত্রণ নেয়।

প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া তুলুকা জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলেছেন, জানুয়ারি থেকে ‘৭ হাজারেরও বেশি স্বদেশীর মৃত্যুর ঘটনা নথিভূক্ত করা হয়েছে।’ কঙ্গোর পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, এর মধ্যে ‘আড়াই হাজারের বেশি মৃতদেহ শনাক্ত না করে সমাহিত করা হয়েছে’, আরও দেড় হাজার মৃতদেহ এখনও মর্গে রয়েছে।

কাউন্সিলের ফাঁকে এক প্রেস ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়েছিল নিহতরা বেসামরিক লোক নাকি সৈন্য, তিনি বলেন, ‘আমরা এখনও এই সকল মৃতদেহ শনাক্ত করতে পারিনি।’

কিন্তু তিনি বলেন যে ‘এই মৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক মানুষ রয়েছে।’      

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০