ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৭

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বুধবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে ৬ দশমিক ১ মাত্রার একটি অগভীর ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের ফলে বাসিন্দারা বাইরে চলে আসেন। তবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৫৫ মিনিটে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০ এবং সুনামির কোনও আশঙ্কা নেই।

উত্তর সুলাওয়েসির বাসিন্দারা ভূমিকম্প আঘাত হানার সময় আতঙ্কে ছিলেন বলে জানা গেছে।

প্রদেশের উত্তর মিনাহাসা জেলার একটি হোটেলে অবস্থান করা ২৫ বছর বয়সী অতিথি গীতা ওয়ালোনি এএফপিকে বলেন, আমি ঘুম থেকে উঠেই বুঝতে পারলাম যে ভূমিকম্প হচ্ছে। তীব্র ভূমিকম্প হচ্ছিল, সব কিছু এদিক-ওদিক দুলছিল।

তিনি বলেন, আমার ঘরের ভেতরের জিনিসপত্রগুলো কেঁপে উঠে। আমি বেরিয়ে আসার সিদ্ধান্ত নেই এবং অন্য সব অতিথিরাও ঘর থেকে বেরিয়ে আসেন। আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম।

বিশাল দ্বীপপুঞ্জের এই দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থান করায় প্রায় সময়ই ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকে। অঞ্চলটি পৃথিবীর ভিন্ন ভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প দেখা যায়।

২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিকে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১শ’ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে।

২০১৮ সালে, সুলাওয়েসির পালুতে  দশমিক ৫ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে ২ হাজার ২শ’ জনেরও বেশি লোক নিহত।

২০০৪ সালে আচেহ প্রদেশে ৯ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, ফলে সুনামি হয় এবং ইন্দোনেশিয়ায় ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ মারা যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
১০