ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফ চীনের হাসপাতালে ভর্তি 

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৫

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফকে কানের প্রদাহের জন্য চীনের সাংহাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তার দল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ব্রাসিলিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দিলমা রুসেফের দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৭৭ বছর বয়সী এই অর্থনীতিবিদ, যিনি বর্তমানে উন্নয়নশীল অর্থনীতির ব্রিকস ব্লক কর্তৃক প্রতিষ্ঠিত একটি ব্যাংকের প্রধান। তার চিকিৎসা চলছে এবং ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবং কয়েক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

স্নায়ুর প্রদাহজনিত সমস্যা ‘ভেস্টিবুলার নিউরাইটিস’-এর কারণে গত ২১ ফেব্রুয়ারি রুসেফকে সাংহাই ইস্ট ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, তিনি কাজ চালিয়ে যাচ্ছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০২৩ সালে সাংহাই-ভিত্তিক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) এর নেতৃত্বের জন্য রুসেফকে মনোনীত করেন।

২০১০ সালে রুসেফ ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট হন। তিনি টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন এবং পরে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।

২০১৬ সালে দ্বিতীয় মেয়াদেও সময় বাজেট আইন ভঙ্গের জন্য তাকে অভিশংসিত করা হয়েছিল।

লুলা তাকে রাজনৈতিক অস্থিরতা থেকে ফিরিয়ে আনতে এনডিবি-র প্রধান হিসেবে নিযুক্ত করার মাধ্যমে সাহায্য করেছিলেন। যা ২০১৪ সালে ব্রিকস সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত হয়েছিল।

এই বছর ব্রাজিল ব্রিকসের পর্যায়ক্রমিক সভাপতিত্বের দায়িত্ব পালন করছে এবং জুলাই মাসে রিও ডি জেনেইরোতে সদস্য দেশগুলোর শীর্ষ সম্মেলনের আয়োজন করবে।

ব্রিকস গ্রুপ ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে এবং এখন ইরান, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এতে অন্তর্ভুক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
আগামী মাসে চট্টগ্রাম-মোংলা রুটে কন্টেইনার জাহাজ চলাচল শুরু
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
১০