সুদানে বিমান দুর্ঘটনায় কয়েকজন কর্মকর্তাসহ বেসামরিক নাগরিক নিহত : সামরিক সূত্র

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৭

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মঙ্গলবার রাজধানী খার্তুমের উপকণ্ঠে সুদানের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে। তবে, গণতন্ত্রপন্থী কর্মীরা জানিয়েছেন, কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। পোর্ট সুদান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ২০২৩ সালের এপ্রিল থেকে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর সাথে যুদ্ধরত সুদানী সেনাবাহিনী জানিয়েছে যে বিমানটি একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। এতে সামরিক কর্মী এবং বেসামরিক উভয়ই নিহত ও আহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অগ্নিনির্বাপক দল দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

একটি সামরিক সূত্র এর আগে এএফপিকে জানিয়েছিল, যে আন্তোনভ বিমানটি বিধ্বস্ত হওয়ার পিছনে কারিগরি ত্রুটি ছিল।

সুদানের সেনার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই দুর্ঘটনা ঘটেছে ওয়াদি সিদনা বিমান ঘাঁটির কাছে। বৃহত্তর খার্তুমের অংশ ওমদুরমানে সেনাবাহিনীর অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি। 

সুদান জুড়ে সাহায্য সমন্বয়কারী স্বেচ্ছাসেবকদের একটি সংগঠন কারাই প্রতিরোধ কমিটি জানিয়েছে, যে ওমদুরমানের আল-নাও হাসপাতালে ১০টি মৃতদেহ এবং বেশ কয়েকজন আহত ব্যক্তিকে আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানকার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উত্তর ওমদুরমানের বাসিন্দারা দুর্ঘটনার সময় একটি বিকট বিস্ফোরণের কথা জানিয়েছেন। যার ফলে আশেপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানটি উত্তর সুদান থেকে দক্ষিণ দিকে উড়ে যাওয়ার সময় ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
১০