প্যারিসে জানালা দিয়ে শিশু ফেলে দেওয়ায় মার্কিন মাকে মানসিক চিকিৎসা কেন্দ্রের তত্ত্বাবধানে 

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্যারিসের একটি হোটেলের জানালা থেকে নবজাতককে মৃত্যুর মুখে ফেলে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮ বছর বয়সী একজন ছাত্রী মাকে মানসিক চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে। 

ফরাসি প্রসিকিউটরদের উদ্ধৃতি দিয়ে বুধবার প্যারিস থেকে এএফপি এখবর জানায়। 

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, সোমবার পূর্ব প্যারিসের টুয়েটিত্থ অ্যারোন্ডিসমেন্টের একটি হোটেলের দ্বিতীয় তলার জানালা থেকে নবজাতকটিকে "ছুড়ে ফেলা" হয়েছিল।

শিশুটিকে জরুরি চিকিৎসা দেওয়া হয়, তবে সে বাঁচেনি।

পুলিশ সুত্র জানায়, হোটেলের সামনে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে পাওয়া যায়, যার নাভি তখনও সংযুক্ত ছিল। এতে পুলিশকে সতর্ক করা হয়। সূত্র জানায়, হোটেলের একটি কক্ষে মা তার জন্ম দিয়েছিলেন এবং তারপর নিজ সন্তানকে জানালা দিয়ে ফেলে দিয়েছিলেন।

ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, তারা হত্যার তদন্ত শুরু করেছেন। তবে, এখন মহিলাকে মানসিক চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে। তাকে বিচারের অযোগ্য ঘোষণা করা হতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, মহিলা ‘ইউরোপ ভ্রমণকারী তরুণ প্রাপ্তবয়স্কদের একটি দলের সঙ্গে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
আগামী মাসে চট্টগ্রাম-মোংলা রুটে কন্টেইনার জাহাজ চলাচল শুরু
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
১০