গিনি-বিসাউয়ের বিরোধী দল দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৮

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : গিনি-বিসাউয়ের বিরোধী দল বৃহস্পতিবার থেকে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। তারা ঘোষণা করেছে যে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোর ম্যান্ডেট ওইদিন আনুষ্ঠানিকভাবে শেষ হবে। দেশটির রাজধানী বিসাউ থেকে এএফপি এ খবর জানায়।

পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র দেশটিতে বিতর্কিত নির্বাচনের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি এম্বালো পাঁচ বছরের মেয়াদে শপথ গ্রহণ করেন। নির্বাচন কেবল নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে তিনি রেববার ঘোষণা দেন।

তবে, সাবেক প্রধানমন্ত্রী নুনো গোমেস নাবিয়াম বুধবার বিরোধী জোটের পক্ষে এক বক্তৃতায় বলেন, ‘আমরা জনগণকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছি। সমস্ত বাজার, দোকান এবং অফিস বন্ধ থাকবে।’ জোট নেতাদের বৈঠকের পর শত শত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা দেশকে সম্পূর্ণ অচল করে দেওয়ার আহ্বান জানাই।’

বিরোধীরা জোর দিয়ে বলেছে, এম্বালোর মেয়াদ ২৭ ফেব্রুয়ারি শেষ হচ্ছে, কিন্তু সেই তারিখের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েক সপ্তাহের জন্য সমাবেশ নিষিদ্ধ করেছে। বুধবার রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বোচে ক্যান্ডে বলেন, ‘আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আইন অনুসারে প্রদত্ত আইনি ব্যবস্থা গ্রহণ করেছি।’

ইকোনোমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইসিওডব্লিউএস) এর একটি উচ্চ পর্যায়ের মিশন এই সপ্তাহের শুরুতে রাজনৈতিক সংলাপের প্রচেষ্টায় বেশ ক’টি দলের নেতাদের সাথে দেখা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
আগামী মাসে চট্টগ্রাম-মোংলা রুটে কন্টেইনার জাহাজ চলাচল শুরু
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
১০