ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে পর্যটক নিহত 

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৩:৫৩

ঢাকা, ২২ মার্চ, ২০২৫ (বাসস) : কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, ইন্দোনেশিয়ার রিসোর্ট দ্বীপ বালির কাছে উত্তাল জলরাশিতে ১৬ জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। ফলে, একজন অস্ট্রেলীয় মহিলা নিহত এবং কমপক্ষে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

  জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দ্বীপের পুলিশ প্রধান ইদা বাগুস পুত্রা সুমের্তা এএফপিকে জানিয়েছেন, শুক্রবার সকালে সি ড্রাগন ২ নামের নৌকাটি বালির কাছে একটি জনপ্রিয় দ্বীপ নুসা পেনিদা যাচ্ছিল। এমন সময় বড় ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি। এতে ১১ জন অস্ট্রেলীয় পর্যটকসহ যাত্রীদের কাছের একটি নৌকা উদ্ধার করে।

ইদা বলেন, দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কতৃপক্ষ একজন পর্যটককে মৃত ঘোষণা করেছে। দগ্ধ অন্য একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে, কমপক্ষে দুইজন অস্ট্রেলীয় আহত হয়েছেন। তারা  মারা যাওয়া একজনের পরিবারকে কনস্যুলার পরিষেবা প্রদান করছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই কঠিন সময়ে আমরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নিরাপত্তার মানদণ্ডের দুর্বলতার কারণে প্রায় ১৭ হাজার দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় সামুদ্রিক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা।
 
২০১৮ সালে, সুমাত্রা দ্বীপে বিশ্বের গভীরতম হ্রদগুলোর মধ্যে একটিতে একটি ফেরি ডুবে ১৫০ জনেরও বেশি মানুষ ডুবে মারা যায়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নগদকে বেসরকারিকরণ করবে সরকার: বাংলাদেশ ব্যাংক গভর্নর
বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আহত ৮ পুলিশ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন স্থানে অভিযান
বালুখেকোদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ  উপদেষ্টা
স্পেনকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান নির্মাতা পেদ্রোর
বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে
নিহার রঞ্জন হাওলাদারের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ
নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা
ডিবি প্রধান হলেন মো. শফিকুল ইসলাম
মিনি কোল্ড স্টোরেজ কৃষকের ক্ষতি কমাবে : কৃষি উপদেষ্টা
১০