ময়মনসিংহ, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : ময়মনসিংহ নগরীতে জুট মিল বাজার এলাকায় জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে গতকাল এ কর্মসূচি পালন করা হয়েছে।
ময়মনসিংহ নগরীর ৩২ নং ওয়ার্ড জুট মিল বাজার এলাকায় জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।