যশোর, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : যশোরের কেশবপুর বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে গতকাল এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এ কর্মসূচির নেতৃত্ব দেন। এসময় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।