মেক্সিকো বন্যায় ৪১ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৩:২৪

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : মেক্সিকোতে সাম্প্রতিক দিনগুলোয় মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪১ জনের প্রাণহানি হয়েছে। দুর্যোগটি ব্যপক ধ্বংসের চিহ্ন রেখে গেছে। দেশটির সরকার শনিবার এ তথ্য জানিয়েছে।

মেক্সিকোর তেনাঙ্গো দে দোরিয়া থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মেক্সিকোর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ৩২টি রাজ্যের মধ্যে ৩১টিতে তীব্র বৃষ্টিপাতের খবর দিয়েছে, যার ফলে নদী উপচে পড়েছে, পুরো গ্রাম প্লাবিত হয়েছে, ভূমিধসের সৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাট ও সেতু ভেঙে পড়েছে।

ফেডারেল নিরাপত্তা সচিবালয় (ফেডারেল সিকিউরিটি সেক্রেটারিয়েট) জানিয়েছে,  সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম কেন্দ্রীয় রাজ্য হিডালগোর কর্তৃপক্ষ কমপক্ষে ২২ জনের মৃত্যু এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে।  সেখানকার ৯০টি লোকালয়ে উদ্ধারকারিরা পৌঁছাতে পারেনি।

এতে আরো বলা হয়েছে, পার্শ্ববর্তী পুয়েবলা রাজ্যে কমপক্ষে নয়জন মারা গেছে।

রাজ্য সরকার জানায়, শুধুমাত্র পুয়েবলাতেই প্রায় ৮০হাজার মানুষ চরম আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা জানান, বন্যায় পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে পাঁচজন ও মেক্সিকোর মধ্যাঞ্চলীয় কুয়েরেতারো রাজ্যে একজনের মৃত্যু হয়েছে।

প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এক্স-এ লিখেছেন, ‘আমরা রাস্তাঘাট খুলে দেওয়ার ও লোকালয়গুলোকে সহায়তা করার জন্য মেক্সিকান সরকারের সদস্য ও দল মোতায়েন করছি।’

তিনি আরো বলেন, উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য কয়েক হাজার সৈন্য, নৌকা, বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য বিতরণে সহায়তা করছে। উদ্ধার সরঞ্জাম ও যানবাহনসহ ১০ সহস্রাধিক সৈন্য মোতায়েন করা হয়েছে।

২০২৫ সাল জুড়ে মেক্সিকো বিশেষভাবে ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে। এতে রাজধানী মেক্সিকো সিটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ ইসিদ্রো ক্যানো এএফপিকে বলেন, ঋতু পরিবর্তনের কারণে মেক্সিকো উপসাগর থেকে উষ্ণ, আর্দ্র বাতাস পাহাড়ের চূড়ায় উঠে আসায় মেঘ সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার থেকে তীব্র বৃষ্টিপাত হয়।

বিশেষজ্ঞ আরো বলেন, উত্তর দিক থেকে আসা শীতল মোড় দেশের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত বাড়িয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছাকাছি অঞ্চলের কর্তৃপক্ষ গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপ রেমন্ড ও প্রিসিলার অবশিষ্টাংশের ওপর কড়া নজর রাখছে, যা একসময় হারিকেন ছিল।

দুটি ঝড়ের কারণে মেক্সিকোর পশ্চিমে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে চিয়াপাস, গুয়েরেরো, ওক্সাকা ও মিচোয়াকান রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউ এস ন্যাশনাল হারিকেন সেন্টারের মতে, রেমন্ড সপ্তাহের শেষে বাজা ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অংশে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুজব, অপতথ্য ও ডিপফেক রুখে দিতে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব
মাগুরায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন
চট্টগ্রামে ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ, লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে যুবক উদ্ধার
পাটের দাম ভালো পাওয়ায় খুশি চাঁপাইনবাবগঞ্জের চাষিরা
দুদক-এর মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
নভেম্বরের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উদ্যাপনের উদ্যোগ
‎ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: ১ লাখ ৫৮ হাজার ৪৯৭ শিশু এ টিকার আওতায়
বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০