কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ট্রেন ডি আরাগুয়ার নেতার

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১১:৩১

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভেনিজুয়েলায় প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ চক্র ট্রেন ডি আরাগুয়ার একজন প্রতিষ্ঠাতা চক্রটি ভেঙ্গে দেয়ার লক্ষে কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন। শনিবার প্রকাশিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কলম্বিয়ার কারগারে আটক এই প্রতিষ্ঠাতা ল্যারি আলভারেজ ওরফে ‘ল্যারি চাঙ্গা’ সেদেশের শান্তি কমিশনারকে লেখা উক্ত চিঠিতে ‘সম্পর্কের পুনঃস্থাপন এবং চক্রটি ভেঙ্গে দেয়ার একটি কার্যকর পন্থা খুঁজে বের করতে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন। 

স্থানীয় গণমাধ্যম ও অনলাইনে প্রকাশিত আলভারেজের আইনজীবীদের স্বাক্ষরিত  এই চিঠিতে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এবং বিচার মন্ত্রণালয়কেও সম্বোধন করা হয়েছে। 

কলম্বিয়ার শান্তি কমিশনারের কার্যালয় এএফপিকে চিঠির সত্যতা নিশ্চিত করেছে।

ভেনিজুয়েলার একটি কারাগারে প্রতিষ্ঠিত ট্রেন ডি আরাগুয়া বর্তমানে আটটি দেশে সক্রিয় এবং গত বছর যুক্তরাষ্ট্র কর্তৃক এটি একটি ‘গুরুতর আন্তর্জাতিক অপরাধী সংগঠন’ হিসেবে চিহ্নিত হয়েছে।

চিঠিতে আলভারেজ নিজেকে চিলিতে প্রত্যর্পণ থেকে বিরত রাখতে আবেদন করেছেন।  যেখানে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, অস্ত্র পাচার, চাঁদাবাজি এবং অপহরণের অভিযোগ রয়েছে। 

কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ২০২২ সালে ক্ষমতায় আসেন এবং ২০১৬ সালে কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী (ফার্ক)) এর সাথে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি সত্ত্বেও কলম্বিয়ায় চলমান সশস্ত্র সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেন।

তবে জাতীয় মুক্তি বাহিনী (ইএলএন), উপসাগরীয় গোষ্ঠী কার্টেল এবং ফার্কের অন্যান্য গোষ্ঠীগুলোর সাথে প্রস্তাবিত শান্তি আলোচনা এখনও কোনো ফলপ্রসূ হয়নি। বিশ্লেষকরা বলছেন, মাদক পাচারের অর্থায়নে পরিচালিত এই গ্রুপগুলো আরও শক্তিশালী হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০