হিথ্রো বিমানবন্দর ‘সম্পূর্ণরুপে চালু’: মুখপাত্র

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৫:১৯ আপডেট: : ২২ মার্চ ২০২৫, ১৫:২৫

ঢাকা, ২২ মার্চ ২০২৫ (বাসস) : ব্রিটেনের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দর ‘সম্পূর্ণরূপে চালু হয়েছে। বিমানবন্দরের একটি বিদ্যুৎ কেন্দ্রে বৃহসাপতিবার অগ্নিকাণ্ডের পরদিন ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে বিমানের সিডিউল বিপর্যয়ের পাশাপাশি যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছিল। একজন মুখপাত্র শনিবার একথা বলেছেন।

লন্ডন থেকে এএফপি আজ এই খবর জানায়।

বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার বেশিরভাগ সময় লন্ডন বিমানবন্দর বন্ধ থাকে। এরপর সন্ধ্যার পর কিছু ফ্লাইট আসা এবং যাওয়া শুরু হয়।

মুখপাত্র আজ সকালে বলেছেন,  ‘আমরা নিশ্চিত করতে পারি হিথ্রো আজ খোলা এবং সম্পূর্ণরূপে চালু আছে’।
‘গতকাল শুক্রবার বিমানবন্দরের বাইরের একটি বিদ্যুৎ সাবস্টেশনে বিভ্রাটের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য বিমানবন্দর জুড়ে দলগুলো যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

ফ্লাইটট্রাডার ২৪ ট্র্যাকিং ওয়েবসাইট অনুসারে, শুক্রবারের বন্ধের ফলে প্রায় ১,৩৫০টি ফ্লাইট বাতিল হয়েছে।
শনিবার পরিষেবা পুনরায় চালু হওয়ার সাথে সাথে বিলম্ব এবং বাতিলকরণের সম্ভাবনা ছিল।

মুখপাত্র বলেছেন, ‘আমাদের টার্মিনালে আরো কয়েকশ’ সহকর্মী রয়েছেন এবং বিমানবন্দর দিয়ে অতিরিক্ত ১০ হাজার যাত্রী যাতায়াতের সুবিধার্থে আমরা আজকের সময়সূচীতে ফ্লাইট যুক্ত করেছি’।

‘আজ ভ্রমণকারী যাত্রীদের তাদের বিমান সংস্থা থেকে তাদের বিমানের সর্বশেষ তথ্যের জন্য যোগাযোগ করা উচিত।’

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তারা সারা দিন বিমানবন্দরে তাদের নির্ধারিত ফ্লাইটের প্রায় ৮৫ শতাংশ পরিচালনা করবে বলে আশা করছে।

যুক্তরাজ্যের পরিবহন বিভাগ জানিয়েছে, যানজট কমাতে রাত্রিকালীন ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে।

প্রতিদিন প্রায় ২ লক্ষ ৩০ হাজার যাত্রী হিথ্রো ব্যবহার করেন। বছরে ৮ কোটি ৩০ লক্ষ যাত্রী  বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে এটিকে একটি করে তোলে। হিথ্রো থেকে বিমানগুলো প্রায় ৮০টি দেশে পরিষেবা প্রদান করে।

এই ব্যাঘাতের মাত্রা যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ভ্রমণ অবকাঠামোর দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে যে আগুন লেগেছে, তা ‘সন্দেহজনক নয় বলে মনে করা হচ্ছে’ এবং তদন্ত ‘বৈদ্যুতিক সরঞ্জামের ওপর দৃষ্টি নিবদ্ধ করছে’।

এরআগে, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলেছিল, আগুনের প্রভাবের কারণে বাহিনীর কাউন্টার টেরোরিজম কমান্ড তদন্তের নেতৃত্ব দিচ্ছে, তবে ‘বর্তমানে কোনো অনিয়মের ইঙ্গিত পাওয়া যায়নি’। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার
তরুণদের স্বপ্নবান ও দূরদৃষ্টিসম্পন্ন হতে প্রধান উপদেষ্টার আহ্বান
কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ট্রেন ডি আরাগুয়ার নেতার
ময়মনসিংহে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি
যশোরের কেশবপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির
সিরাজগঞ্জে ২১৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপির মতবিনিময়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ
আন্তর্জাতিক ‘তরুণ উদ্যোক্তা’ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি ছাত্রদল নেতা মোহাইমিনুল
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
১০