বুদ্ধের পবিত্র দন্তধাতু দর্শনে কান্ডিতে উপচে পড়া ভিড়

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : শ্রীলঙ্কার কান্ডি শহরে মহামতি বুদ্ধের একটি পবিত্র দন্তধাতু দর্শনের উদ্দেশ্যে ভক্তদের ঢল নেমেছে। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ সারিতে অপেক্ষমাণ শত শত মানুষ অসুস্থ হয়ে পড়ার পর লোকজনকে শহরটি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে একজন নারীর মৃত্যু হয়েছে।

কলম্বো থেকে এএফপি জানায়, আঞ্চলিক পুলিশ প্রধান ললিত পাঠিনায়েকে জানান, বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী বুদ্ধের একটি দাঁত দর্শনের উদ্দেশ্যে কান্ডিতে যে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, সেখানে ভক্তদের সারি ইতোমধ্যেই ১০ কিলোমিটার (ছয় মাইল) দীর্ঘ। এই প্রদর্শনী রোববার শেষ হবে।

বৃহস্পতিবার সকালে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ সারিতে দাঁড়িয়েছে বলে কর্তৃপক্ষ জানায়, যা প্রত্যাশিত দৈনিক দর্শনার্থীর সংখ্যা দুই লাখের দ্বিগুণেরও বেশি।

'যেভাবে সারি এগোচ্ছে, তাতে আজ সকালেও যারা লাইনে দাঁড়িয়েছেন, তাদের অনেকেই মন্দিরে প্রবেশের সুযোগ পাবেন না,' বলেন উপ-মহাপরিদর্শক পাঠিনায়েকে। আমরা মানুষকে কান্ডিতে না আসার অনুরোধ জানাচ্ছি।'

শহরের প্রধান রাষ্ট্রীয় হাসপাতাল জানায়, ঠাসা ভিড়ে টানা কয়েক দিন কাটানোর পর প্রায় ৩০০ জন অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন। হাসপাতালে আনার পর একজন নারীকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, লাইনে দাঁড়ানো অবস্থায় অজ্ঞান হয়ে পড়া দুই হাজারেরও বেশি মানুষকে ১১টি ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রদেশের গভর্নর সারথ আবেয়কোণ বলেন, "আমরা পদদলনের মতো পরিস্থিতি এড়াতে চেষ্টা করছি।" স্বাস্থ্য বিভাগ স্যানিটেশন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

রেল বিভাগ জানিয়েছে, শহরে উপচে পড়া ভিড়ে কর্তৃপক্ষ বিপর্যস্ত হয়ে পড়ায় অতিরিক্ত সব ট্রেন বাতিল করা হয়েছে।

পুলিশ জানায়, কান্ডিতে পার্কিংয়ের স্থান না থাকায় ৩২টি বাসকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালের মার্চে এই দন্তধাতু সর্বসাধারণের জন্য প্রদর্শিত হয়েছিল, তখন আনুমানিক ১০ লাখ মানুষ তা দর্শন করেন।

এইবার দশ দিনব্যাপী এই প্রদর্শনীতে প্রায় ২০ লাখ দর্শনার্থীর আগমনের আশা করা হয়েছিল, তবে মাত্র পাঁচ দিনেই এই সংখ্যা অতিক্রম করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
‘পাম দ’অর’ জয়ী স্লিয়েপচেভিচ : ক্রোয়েশিয়ার সাহসী নির্মাতা
সেন্টমার্টিনে অবৈধ হোটেল নির্মাণ : সাবেক এমপি বদিসহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
বিসিএস পরীক্ষার জট নিরসন করার পরিকল্পনা রয়েছে : পিএসসি চেয়ারম্যান
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
যুক্তরাষ্ট্র ‘যত দ্রুত সম্ভব’ খনিজসম্পদ বিষয়ক চুক্তি সইয়ের পক্ষে: বেসেন্ট
হোল্ডিং ট্যাক্স প্রদানে আগামী মে মাসের প্রথম সপ্তাহে কর মেলা আয়োজন করা হবে: ডিএনসিসি প্রশাসক
দৈত্যাকৃতি ক্যাঙ্গারু ‘জলবায়ু বিপর্যয়’-এর কারণে বিলুপ্ত হয়েছে
ব্যবহারকারীর সম্মতি ছাড়া তথ্য চীনা কোম্পানিতে স্থানান্তর করেছে ডিপসিক : সিউল
১০