গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৫

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৫৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): গাজা উদ্ধারকারী দল ও চিকিৎসকদের ভাষ্যমতে, বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজা সিটিতে একটি পরিবারের ছয় সদস্য রয়েছেন—যাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়।

গাজা সিটি থেকে এএফপি জানায়, ১৮ মার্চ ইসরাইল তার সামরিক অভিযান আবার শুরু করে, যখন দু’মাসব্যাপী একটি অস্ত্রবিরতি ভেঙে পড়ে যা গাজা উপত্যকায় সাময়িকভাবে সংঘর্ষ থামিয়ে রেখেছিল।

গাজার উত্তরাঞ্চলের সিটিতে ওই পরিবারের বাড়িতে রাতের বেলা হামলা চালানো হয় বলে জানায় সিভিল ডিফেন্স। নিহত ছয়জনের মধ্যে বাবা, মা ও চার সন্তান রয়েছেন। নিহতদের এক আত্মীয় নিদাল আল-সারাফাতি বলেন, 'কী বলব? এই ধ্বংসযজ্ঞ কাউকেই ছাড়েনি।'

একটি পুরোনো পুলিশ স্টেশনে চালানো অপর এক হামলায় নয়জন নিহত ও অনেকে আহত হয়েছেন বলে জানায় জাবালিয়া এলাকার ইন্দোনেশীয় হাসপাতাল।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, জাবালিয়ায় হামলার লক্ষ্য ছিল হামাসের একটি ‘কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র’, যা তাদের ভাষায় 'সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছিল।' তবে এটি পুলিশ স্টেশন কি না, সে বিষয়ে কিছু বলেনি তারা।

অন্যত্র, আশ্রয় হিসেবে ব্যবহৃত তাবুতে চালানো হামলায় পাঁচজন নিহত হন।

গাজার কেন্দ্রীয় শহর জুয়ায়দায় আরেকটি হামলায় তিনজন নিহত হন, যাদের মধ্যে একজন শিশু। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি বাড়িতে চালানো হামলায় নিহত হয়েছেন আরও দুজন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফারিস বলেন, ‘আমরা শান্তভাবে বসে ছিলাম, তখনই মিসাইল এসে পড়ে... কিছুই বুঝতে পারছি না, কী হচ্ছে!’

১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন অভিযানের পর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ১,৯৭৮ জন নিহত হয়েছেন। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫১,৩৫৫ জনে।

এই যুদ্ধ শুরু হয়েছিল ২০২৩ সালে হামাসের নেতৃত্বে ইসরাইলে চালানো এক হামলার পর, যাতে ১,২১৮ জন নিহত হন—যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এক ম্যাচে ১৭ লাল কার্ড
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
১০