গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৫

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৫৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): গাজা উদ্ধারকারী দল ও চিকিৎসকদের ভাষ্যমতে, বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজা সিটিতে একটি পরিবারের ছয় সদস্য রয়েছেন—যাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়।

গাজা সিটি থেকে এএফপি জানায়, ১৮ মার্চ ইসরাইল তার সামরিক অভিযান আবার শুরু করে, যখন দু’মাসব্যাপী একটি অস্ত্রবিরতি ভেঙে পড়ে যা গাজা উপত্যকায় সাময়িকভাবে সংঘর্ষ থামিয়ে রেখেছিল।

গাজার উত্তরাঞ্চলের সিটিতে ওই পরিবারের বাড়িতে রাতের বেলা হামলা চালানো হয় বলে জানায় সিভিল ডিফেন্স। নিহত ছয়জনের মধ্যে বাবা, মা ও চার সন্তান রয়েছেন। নিহতদের এক আত্মীয় নিদাল আল-সারাফাতি বলেন, 'কী বলব? এই ধ্বংসযজ্ঞ কাউকেই ছাড়েনি।'

একটি পুরোনো পুলিশ স্টেশনে চালানো অপর এক হামলায় নয়জন নিহত ও অনেকে আহত হয়েছেন বলে জানায় জাবালিয়া এলাকার ইন্দোনেশীয় হাসপাতাল।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, জাবালিয়ায় হামলার লক্ষ্য ছিল হামাসের একটি ‘কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র’, যা তাদের ভাষায় 'সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছিল।' তবে এটি পুলিশ স্টেশন কি না, সে বিষয়ে কিছু বলেনি তারা।

অন্যত্র, আশ্রয় হিসেবে ব্যবহৃত তাবুতে চালানো হামলায় পাঁচজন নিহত হন।

গাজার কেন্দ্রীয় শহর জুয়ায়দায় আরেকটি হামলায় তিনজন নিহত হন, যাদের মধ্যে একজন শিশু। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি বাড়িতে চালানো হামলায় নিহত হয়েছেন আরও দুজন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফারিস বলেন, ‘আমরা শান্তভাবে বসে ছিলাম, তখনই মিসাইল এসে পড়ে... কিছুই বুঝতে পারছি না, কী হচ্ছে!’

১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন অভিযানের পর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ১,৯৭৮ জন নিহত হয়েছেন। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫১,৩৫৫ জনে।

এই যুদ্ধ শুরু হয়েছিল ২০২৩ সালে হামাসের নেতৃত্বে ইসরাইলে চালানো এক হামলার পর, যাতে ১,২১৮ জন নিহত হন—যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
‘পাম দ’অর’ জয়ী স্লিয়েপচেভিচ : ক্রোয়েশিয়ার সাহসী নির্মাতা
সেন্টমার্টিনে অবৈধ হোটেল নির্মাণ : সাবেক এমপি বদিসহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
বিসিএস পরীক্ষার জট নিরসন করার পরিকল্পনা রয়েছে : পিএসসি চেয়ারম্যান
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
যুক্তরাষ্ট্র ‘যত দ্রুত সম্ভব’ খনিজসম্পদ বিষয়ক চুক্তি সইয়ের পক্ষে: বেসেন্ট
হোল্ডিং ট্যাক্স প্রদানে আগামী মে মাসের প্রথম সপ্তাহে কর মেলা আয়োজন করা হবে: ডিএনসিসি প্রশাসক
দৈত্যাকৃতি ক্যাঙ্গারু ‘জলবায়ু বিপর্যয়’-এর কারণে বিলুপ্ত হয়েছে
ব্যবহারকারীর সম্মতি ছাড়া তথ্য চীনা কোম্পানিতে স্থানান্তর করেছে ডিপসিক : সিউল
১০