যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ২৭ বছর কারাভোগের পর মুক্ত কিউবান কর্মকর্তা

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:৫২

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির চেষ্টা করার দায়ে ২৭ বছর কারাভোগ শেষে কিউবার এক সাবেক কাউন্টার-ইন্টেলিজেন্স কর্মকর্তা বৃহস্পতিবার হাভানায় মুক্তি পেয়েছেন বলে এএফপিকে জানিয়েছেন তিনি।

'আমি অত্যন্ত উচ্ছ্বসিত, খুশি ও সুস্থ বোধ করছি, যদিও দুই চোখেই ছানির অপারেশন দরকার,' ভিডিও কলের মাধ্যমে বলেন আর্নেস্তো বোর্হেস। তিনি আরও জানান, তিনি 'যত দ্রুত সম্ভব' কিউবা ছাড়তে এবং যুক্তরাষ্ট্রে চলে যেতে চান।

হাভানা থেকে এএফপি জানায়, ১৯৯৯ সালে হাভানায় মার্কিন কূটনীতিকদের কাছে গোপন নথি হস্তান্তরের চেষ্টা করার সময় ধরা পড়ার পর সামরিক আদালত তাকে ৩০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে।

৫৯ বছর বয়সী বোরহেস বৃহস্পতিবার বলেন, নিজের কর্মকাণ্ড নিয়ে তার কোনো অনুশোচনা নেই।

'তখন আমার মনে হয়েছিল, এটিই ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত, এবং আবারও আমি একই কাজ করতাম,' বলেন তিনি। তিনি দাবি করেন, সেই সময়ে তার হাতে 'অসংখ্য' রাষ্ট্রীয় গোপন তথ্য ছিল।

তিনি জানান, কিউবার সবচেয়ে বড় কারাগার ‘কমবিনাদো দেল এস্তে’-তে ১১ বছর তাকে একাকী কারাবাসে রাখা হয়েছিল।

নিজের শাস্তিকে বহুবার অতিরিক্ত কঠোর বলেও উল্লেখ করেন বোরহেস, যা তার ভাষায় এমনভাবে উপস্থাপিত হয়েছে 'যেন অপরাধ তখনই সংঘটিত হয়েছিল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহীদ জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের পাশে দাঁড়ালেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন এএবি নেতৃবৃন্দ
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন 
২০২৪ সালে আশ্রয় অনুমোদন ৭ শতাংশ বৃদ্ধি করেছে ইইউ
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
নেত্রকোনায় তিনদিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব
বাংলাদেশ ও তুরস্কের অভিন্ন লক্ষ্য ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা: প্রধান বিচারপতি
চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন আবারও ‘বাঘা’ শরীফ
গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত 
১০