ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুয়ান্ডা এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে যুদ্ধবিরতির প্রতিশ্রুতির পর একটি চুক্তি স্বাক্ষরের আয়োজন করবেন বলে আশা করা হচ্ছে।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, রুবিও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী থেরেস কাইকওয়াম্বা ওয়াগনার এবং রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী অলিভিয়ের নদুহুঙ্গিরেহের সাথে ‘নীতি ঘোষণাপত্র’ স্বাক্ষর করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
বুধবার এক আকস্মিক ঘোষণায়, দ্রুত অগ্রগতি অর্জনকারী ডিআরসি এবং এম২৩ বিদ্রোহীরা বলেছে, তারা স্থায়ী যুদ্ধবিরতির দিকে কাজ করার সময় দেশের পূর্বে চলমান যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে।
গত জানুয়ারি মাস থেকে দুই দেশের সীমান্তে চলমান সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।
জাতিসংঘের বিশেষজ্ঞরা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা সরকারগুলো বলেছেন রুয়ান্ডা এম২৩ কে সমর্থন করে। যা সাম্প্রতিক মাসগুলোতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর অশান্ত কিন্তু সম্পদ সমৃদ্ধ পূর্বের গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করেছে।
রুয়ান্ডা এম২৩ কে সামরিক সহায়তা প্রদানের কথা অস্বীকার করেছে।
কাতার, বিভিন্ন কূটনৈতিক বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করেছে। রুয়ান্ডা এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে আলোচনার নেতৃত্ব দিয়েছে।
গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের প্রবেশাধিকার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিজস্ব চুক্তিতে পৌঁছানোর প্রস্তাব দিয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আংশিকভাবে মার্কিন সমর্থন চেয়েছে।