যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে প্রচারিত তথ্য মিথ্যা : চীন

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:৪৪

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আগ্রহী হলেও শর্ত হিসেবে দেশটিকে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, ওয়াশিংটনের সঙ্গে এই পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। চুক্তির বিষয়ে প্রচারিত তথ্য মিথ্যা। 

বেইজিং থেকে সিনহুয়া আজ এই খবর জানায়

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। গতকাল বৃহস্পতিবার বেইজিং জানায়, যুক্তরাষ্ট্র যদি 
সত্যিই আলোচনায় আগ্রহী হয়, তবে প্রথমে তাদের আরোপিত শুল্ক প্রত্যাহার করতে হবে। সমস্যা যিনি তৈরি করেছেন, তাকেই সমাধান করতে হবে বলে জানান চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াদং চীন জানায়, বর্তমানে শুল্ক নিয়ে কোনো আলোচনা চলছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও জিয়াকুনও সরাসরি বলেছেন, শুল্ক নিয়ে কোনো আলোচনা হয়নি, চুক্তির তো প্রশ্নই ওঠে না। এই সম্পর্কিত যেকোনো সংবাদ মিথ্যা।
এই বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এখনো আলোচনা শুরু হয়নি। তবে শুল্ক বিষয়ে আলোচনায় বড় সমঝোতার সম্ভাবনা দেখছেন তিনি।

বিশ্লেষকরা জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ ও আলোচনার ভবিষ্যৎ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
১০