ক্যাম্বোডিয়া সফর শেষে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে থাই প্রধানমন্ত্রী

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৩:৩৪

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা একটি সরকারি সফর শেষে ক্যাম্বোডিয়া থেকে ফিরে আসার পর উচ্চ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র।

ব্যাংকক থেকে এএফপি জানায়, সপ্তাহের শুরুতে দুই দিনের সফরে কাম্বোডিয়া যান পেটংতার্ন। সফরকালে তিনি কাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে বৈঠক করেন এবং অনলাইন প্রতারণা ও বায়ুদূষণসহ সীমান্তবর্তী বিভিন্ন সহযোগিতামূলক ইস্যু নিয়ে আলোচনা করেন।

দুই নেতা দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানকে ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার সম্ভাবনাও বিবেচনা করেন।

সরকারি মুখপাত্র জিরায়ু হুয়াংস্যাপ শুক্রবার সকালে এক বিবৃতিতে জানান, 'প্রধানমন্ত্রী দেশে ফেরার পর উচ্চ জ্বরে আক্রান্ত হন এবং চিকিৎসকের পরামর্শে বিস্তারিত পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন।'

তিনি আরও জানান, শুক্রবারের প্রধানমন্ত্রীর সব কর্মসূচি স্থগিত করা হয়েছে বা তার ডেপুটিদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসবের মধ্যে ই-কমার্স সিইও ক্রিস ফেং এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে নির্ধারিত বৈঠকও ছিল।

প্রধানমন্ত্রীর স্বামী পিদক সুকসাওয়াস ইনস্টাগ্রামে একটি স্টোরিতে প্রধানমন্ত্রীকে হাসপাতালের বিছানায় বিশ্রামরত অবস্থায় দেখা যায়। তিনি সেখানে ক্যাপশনে লেখেন, 'তুমি কারও কথা শুনলে না। তোমার শরীরই এখন তোমায় সাবধান করে দিয়েছে যে, তুমি আর নিতে পারছো না।'

থাই প্রধানমন্ত্রীর এই সফরটি ছিল থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়া মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
১০