দক্ষিণ আফ্রিকার ‘মানবজাতির উদ্ভবস্থল’ গুহা খুলে দেওয়া হয়েছে

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৪:৪৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস): দক্ষিণ আফ্রিকার স্টার্কফন্টেইন গুহায় হাঁটুসমান গভীরতায় খোঁড়া এক জালে বালির বস্তার ওপর বসে প্রাচীন মাটিতে সাবধানে ঝাড়ু দিচ্ছিলেন ইটুমেলেং মোলেফে। নীল রঙের ডাস্টপ্যানে প্রতিটি মাটি ঝাড়ার সঙ্গে চলছিল ইতিহাসের কোনো গোপন চিহ্নের সন্ধান।

জোহানেসবার্গ থেকে এএফপি জানায়, গুহার ছাদ থেকে ঝুলে থাকা লাখ লাখ বছরের পুরোনো ক্ষয়প্রাপ্ত চুনাপাথরের দিকে তাকিয়ে বিস্মিত হচ্ছেন
পর্যটকেরা।

জোহানেসবার্গ শহর থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত এই গুহাগুলো প্রায় তিন বছর আগে বন্যার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। এপ্রিল মাসে পুনরায় চালু হওয়ার পর এবার নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছে, যাতে পর্যটকেরা সরাসরি বৈজ্ঞানিক কর্মকাণ্ডের সান্নিধ্যে আসতে পারেন।

এই গুহাসমূহ ‘ক্রেইডল অব হিউম্যানকাইন্ড’ (মানবজাতির সূতিকাগার) বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্গত, যা প্রত্নতাত্ত্বিকদের জন্য বহু দশক ধরে একটি সমৃদ্ধ নিদর্শনের উৎস।

'আমার লক্ষ্য এখানে গুরুত্বপূর্ণ কোনো হাড় খুঁজে পাওয়া,' বলেন ৪০ বছর বয়সী মোলেফে।

২০১৩ সালে খননদলে যোগ দেওয়ার পর তাঁর সবচেয়ে মূল্যবান আবিষ্কার ছিল একটি প্রাচীন মানবের হাতের হাড়। তাঁর পিতা ছিলেন সেই দলটির সদস্য যারা এই গুহা থেকেই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে আলোচিত জীবাশ্ম—‘লিটল ফুট’—আবিষ্কার করেছিলেন।

১৯৯০-এর দশকে প্রথম খুঁজে পাওয়া ছোট আকৃতির হাড়ের ভিত্তিতে নামকরণ করা হয় ‘লিটল ফুট’। এখন পর্যন্ত এটি মানব পূর্বপুরুষদের সবচেয়ে সম্পূর্ণ জীবাশ্ম হিসেবে বিবেচিত, যার বয়স আনুমানিক ১৫ থেকে ৩৭ লাখ বছর।

লিটল ফুট ছিল অস্ট্রালোপিথেকাস গোত্রের, যার অর্থ লাতিনে ‘দক্ষিণের বানর’। এরা আধুনিক মানুষের পূর্বপুরুষ হিসেবে বিবেচিত, যাদের শরীরে একসঙ্গে ছিল বানরসুলভ ও মানুষের বৈশিষ্ট্য।

গুহা এবং কাছাকাছি জাদুঘরটি পরিচালনাকারী উইটওয়াটারসর‌্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন নিথায়া চেট্টি বলেন, 'এটি পুনরায় চালু হওয়া আমাদের দর্শনার্থীদের মানবজাতির উৎপত্তির গোড়ার কথা জানানোর এক গুরুত্বপূর্ণ নতুন ধাপ।'

'এখন দর্শকেরা চলমান গবেষণা ও বিজ্ঞানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার অনন্য সুযোগ পাচ্ছেন,' বলেন তিনি।

‘কিছু যেন হারিয়ে গিয়েছিল’

কোভিড-১৯ মহামারির আগে গুহাগুলোতে বছরে প্রায় এক লাখ পর্যটক ভিড় করতেন।

বাসে করে আসা শিক্ষার্থীদের দল ও কৌতূহলী দর্শনার্থীদের কথা স্মরণ করে উইটওয়াটারসর‌্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ডমিনিক স্ট্র্যাটফোর্ড  বলেন, 'বন্ধ থাকাকালীন একধরনের শূন্যতার অনুভূতি ছিল।

'তাই যেন মনে করছিল কিছু একটা আমাদের মধ্যে নেই,' তিনি বলেন এএফপিকে।

জাদুঘরে এখন একটি অস্থায়ী জীবাশ্ম প্রদর্শনী চালু করা হয়েছে, যেখানে দর্শনার্থীরা ১৯৪৭ সালে আবিষ্কৃত অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস প্রজাতির সবচেয়ে সম্পূর্ণ খুলি ‘মিসেস প্লেস’-কেও দেখতে পাবেন।

প্রত্যক্ষদর্শী হেলমেট পরা দর্শকদের ২.৫ কিলোমিটার দীর্ঘ গুহায় নিয়ে যান ট্যুর গাইড ট্রেভর বুটেলেজি। নীল এলইডি আলোয় আলোকিত সেই গুহায় এক জায়গায় ইশারায় দেখান এক গোপন সুড়ঙ্গ, যা নিয়ে যায় একটি ভূগর্ভস্থ হ্রদের দিকে।

'এটা আসলে এক অসাধারণ গহ্বর, 'বলেন ৩৪ বছর বয়সী পর্যটন গ্র্যাজুয়েট, যার কণ্ঠ ধ্বনিত হচ্ছিল গুহার দেয়ালে।

দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পুরাতত্ত্ববিদ ফিলিপ টোবিয়াসের একটি উদ্ধৃতি উদ্ধৃত করে তিনি বলেন, 'আফ্রিকাই মানবজাতির জন্ম দিয়েছে—এটা ছোট কিছু নয়।'

তবে ‘লিটল ফুট’-এর আসল জীবাশ্ম দেখতে হলে দর্শনার্থীদের অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাসের হেরিটেজ মাস পর্যন্ত। প্রায় দুই দশক ধরে খনন ও পুনর্গঠন করা এই কঙ্কাল কেবল বিশেষ উপলক্ষেই প্রদর্শিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহীদ জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের পাশে দাঁড়ালেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন এএবি নেতৃবৃন্দ
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন 
২০২৪ সালে আশ্রয় অনুমোদন ৭ শতাংশ বৃদ্ধি করেছে ইইউ
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
নেত্রকোনায় তিনদিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব
বাংলাদেশ ও তুরস্কের অভিন্ন লক্ষ্য ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা: প্রধান বিচারপতি
চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন আবারও ‘বাঘা’ শরীফ
গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত 
১০