ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভ্যাটিকান জানিয়েছে, শেষকৃত্যের আগে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি ইতোমধ্যেই ১ লাখ ৫০ হাজার মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।
ভ্যাটিকানের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, বুধবার সকাল ১১টা থেকে শুক্রবার দুপুরের মধ্যে রেকর্ড পরিমাণ ১ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।