ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরাইল

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৫:১২

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী শনিবার জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেন থেকে ইসরাইলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়। 

এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠার পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ‘ইসরাইলের ভূখণ্ডে প্রবেশ করার আগেই’ প্রতিহত করা হয়েছে।

ইয়েমেনের বিশাল অংশ নিয়ন্ত্রণকারী হুথিরা ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বারবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।  তারা জানায়, ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রদর্শন স্বরূপ তারা এসব হামলা চালিয়েছে।

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগরে যেসব মালবাহী জাহাজের সঙ্গে ইসরাইলের সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে, বিদ্রোহীরা সেগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

গাজায় সাম্প্রতিক দুই মাসের যুদ্ধবিরতিকালে তারা তাদের আক্রমণ স্থগিত করে।

ইসরাইলের সেনাবাহিনীর রেডিও-তে বলা হয়েছে, ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরাইলের হামলা শুরু হওয়ার রাতের বেলায় হুথিদের নিক্ষিপ্ত ২২তম ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে ।

১৫ মার্চ থেকে, ইসরাইলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র হুথিদের ওপর আক্রমণ জোরদার করেছে। 

ইয়েমেনে বিদ্রোহী অবস্থানগুলো লক্ষ্য করে তারা প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোপের শেষকৃত্যে জনতার ভিড়ে উইকিলিকস প্রতিষ্ঠাতা আসাঞ্জ
তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে
‘পূর্বশর্ত ছাড়াই’ ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন: ক্রেমলিন
চীনা প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক
নিলামে নেপোলিয়নের তরবারি
ঐকমত্য না হলে জুলাই অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ হবে : মজিবুর রহমান মঞ্জু
শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই :  জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
পুতিন হয়তো ‘যুদ্ধ থামাতে চান না’ : ট্রাম্প
প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ
বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হবে : শিক্ষা উপদেষ্টা
১০