ইকুয়েডরে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কয়েকশ’ ভবন ক্ষতিগ্রস্ত, ৩০ জনের বেশি আহত

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৬:০৫

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইকুয়েডরের বন্দর নগরী এসমেরালডাসে শুক্রবার ৬.৩ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে ৩০ জনেরও বেশি মানুষ আহত, ৮ শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত ও একটি বড় এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

ইকুয়েডর থেকে এএফপি এ খবর জানায়।

ইকুয়েডরের জরুরি প্রতিক্রিয়া পরিষেবা সংস্থা জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে ৩২ জন আহত, ১৭৯টি বাড়ি ধ্বংস ও ৭১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনটি রাজধানী কুইটো পর্যন্ত অনুভূত হয়।

৩৬ বছর বয়সী জেলে আন্দ্রেস মাফারে বন্দরের দিকে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই শক্তিশালী ভূমিকম্পটির কারণে তিনি জোরে এক ফাটলের শব্দ শুনতে পান। 

এ সময় আন্দ্রেসের মাথার ওপরের তারগুলো কেঁপে ওঠে। 

তিনি এএফপিকে বলেন, তিনি তার স্ত্রী ও দুই ছেলেকে খুঁজে বের করার জন্য দৌড়ে বাড়ি ফিরে যান। তিনি বলেন, ‘আমি পাগলের মতো দৌড়ে গেলাম, তবে সেখানে পৌঁছে দেখলাম আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে।’

এসমেরালডাসে একজন এএফপি প্রতিবেদক ধসে পড়া দেয়াল, রাস্তার ওপর ধসে পড়া কয়েকটি বাড়ির সম্মুখভাগের ধ্বংসস্তুপ ও কয়েকটি ভবনে ফাটল দেখতে পেয়েছেন।

পরিবারগুলো চারপাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি দেখছে।

সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ইয়াকু পেরেজ ঘটনাস্থলে ছিলেন। 

তিনি এএফপিকে বলেন, ‘ভূমিকম্পটি খুব শক্তিশালী ছিল।’  

পেরেজ আরো বলেন, ‘ভূমিকম্পের সময় মনে হচ্ছিল যে, এটি অনন্তকাল ধরে হচ্ছিল। তবে আমার ধারণা, এটি এক মিনিটেরও কম সময় স্থায়ী হয়েছিল।’

কর্তৃপক্ষ জানায়, এ প্রাকৃতিক দুর্যোগে চারটি স্বাস্থ্যকেন্দ্র ও ১৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে একটি সামরিক ভবনের সম্মুখভাগ আংশিকভাবে ধসে পড়েছে। এ ভূমিকম্পে দুটি রাস্তা ও একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রায় ৮০ শতাংশ বাড়িতে বিদ্যুৎ বা ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে সরকারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। 

জাতীয় তেল কোম্পানি পেট্রোইকুয়েডর জানিয়েছে ও তারা এসমেরালডাস শোধনাগার ও কাছাকাছি একটি পাইপলাইনে ‘কার্যক্রম স্থগিত’ করেছে।

শোধনাগারটি প্রতিদিন ১ লাখ ১১ হাজার ব্যারেল তেল উৎপাদন করে এবং ট্রান্সইকুয়েডোরিয়ান পাইপলাইন সিস্টেম প্রতিদিন ৩ লাখ ৬০ হাজার ব্যারেল তেল সরবরাহ করে।

দক্ষিণ আমেরিকান দেশটির পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া বলেছেন, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও মানবিক সহায়তা বিতরণের সমন্বয় সাধনের জন্য তিনি মন্ত্রীদের ঘটনাস্থলে পাঠাচ্ছেন।

তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘সরকার আপনাদের সাথে আছে।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ও স্থানীয় পর্যবেক্ষকরা জানান, স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে (গ্রিনীচ মান সময় ১২০০টায়) উপকূলের প্রায় ৩৫ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ইকুয়েডর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ভূমিকম্প থেকে সুনামির কোনো ঝুঁকি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০