পাক-ভারত উত্তেজনা ‘এভাবে নয়, ওভাবে’ মিটে যাবে : ট্রাম্প

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৭:০৭

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ কমিয়ে বলেছেন, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের বিরোধ ‘এভাবে বা ওভাবে’ মীমাংসা হয়ে যাবে।

এয়ার ফোর্স ওয়ান থেকে এএফপি জানায়, কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলার জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক অবনতির দিকে যাওয়ার প্রেক্ষিতে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের কাছে মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ওই সীমান্তে ১,৫০০ বছর ধরেই উত্তেজনা রয়েছে, কাজেই, জানেনই তো, অবস্থা আগের মতোই আছে।'

তিনি আরও বলেন, 'তারা এটা এভাবে বা ওভাবে মিটিয়ে নেবে।'

১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত রয়েছে। উভয় দেশই পুরো অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করে, তবে আলাদাভাবে শাসন করে আসছে।

ভারতশাসিত কাশ্মীরে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে।

গত মঙ্গলবার কাশ্মীরের পাহলগাম শহরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পুরুষ পর্যটক নিহত হয়।

ভারতীয় পুলিশের ভাষ্য, হামলাকারী তিনজন পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা’র সদস্য, যেটি জাতিসংঘ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠন।

হামলার পরদিন নয়াদিল্লি পাকিস্তানের সঙ্গে পানিবণ্টন চুক্তি স্থগিত করে, প্রধান স্থলসীমান্ত ক্রসিং বন্ধ ঘোষণা করে, কূটনৈতিক সম্পর্ক অবনমন করে এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বাতিল করে।

পাকিস্তান হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে, পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানকে যুক্ত করার প্রচেষ্টাকে ‘নিরর্থক’ আখ্যা দেয় এবং যেকোনো ভারতীয় পদক্ষেপের জবাবে প্রতিক্রিয়া দেখানোর ঘোষণা দেয়।

শুক্রবার কর্মকর্তারা জানান, নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর গুলিবিনিময় হয়েছে।

ট্রাম্প বলেন, :পাকিস্তান ও ভারতের মধ্যে প্রবল উত্তেজনা রয়েছে, তবে এমন অবস্থা সবসময়ই ছিল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনের খেলা
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এফসিটিসি’র আর্টিকেল প্রতিপালনের আহ্বান
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার 
আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হবে
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি,ওষুধ জব্দ
রাজশাহীতে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ৮
সাবেক যুগ্ম সচিব ও আওয়ামী লীগ নেতা সিরাজুল কারাগারে
লিগ্যাল এইড-এ ৪ লাখ ৯৯ হাজার ৬৬৬ জনকে আইনি পরামর্শ সেবা
হিট প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
চার নতুন মুখ নিয়ে ওমানের দল ঘোষণা
১০