ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : কানাডায় ফিলিপিনো স্ট্রিট পার্টিতে গাড়ি চাপায় ১১ জন নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। রোববার পুলিশ এ তথ্য জানান। তার বিরুদ্ধে আরো অভিযোগ আনা হতে পারে।
ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে ভ্যাঙ্কুভার থেকে এএফপি জানায়, কাই-জি অ্যাডাম লো (৩০) নামে এক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি খুনের আটটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ হেফাজতে নেয়ার আগে লো কে আদালতে হাজির হয়। তার বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে এই অপরাধ ঘটানোর অভিযোগ আনা হয়। তার মানসিক স্বাস্থ্য সমস্যা থাকার কথাও জানায় পুলিশ।
পশ্চিমাঞ্চলীয় শহর ভ্যাঙ্কুভারে শনিবার সন্ধ্যায় এই হামলার কোনো উদ্দেশ্য নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সন্ত্রাসবাদের আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে।
পুলিশ প্রধান স্টিভ রাই বলেন, ৩০ বছর বয়সী সন্দেহভাজন একটি কালো অডি এসইউভি চালিয়ে যায়। পুলিশ ও মানসিক স্বাস্থ্যসেবা পেশাদারদের সঙ্গে তার উল্লেখযোগ্য যোগাযোগ ছিল বলে জানান তিনি।
ভ্যাঙ্কুভারের সানসেট অন ফ্রেজার পাড়ায় ফিলিপিনো সম্প্রদায়ের লোকজন জড়ো হয়। এ সময় উৎসবমুখর মানুষরা এসইউভির ধাক্কায় আহত হন।
লাপু লাপু উৎসব নামে পরিচিত এই উৎসব ষোড়শ শতাব্দীর একজন ফিলিপিনো উপনিবেশবিরোধী নেতার স্মরণে পালিত হয়।
জাতির উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই মর্মান্তিক ঘটনাটি বর্ণনা করার সময় কান্নায় ভেঙে পড়েন।
তিনি বলেন, ‘গত রাতে পরিবারগুলো একজন বোন, একজন ভাই, একজন মা, একজন বাবা, একজন ছেলে বা একজন মেয়েকে হারিয়েছে,’ ‘সেই পরিবারগুলো দুঃস্বপ্নের মধ্যে দিন কাটাচ্ছে।’
এএফপি’র একজন প্রতিবেদক শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে পুলিশ অফিসারদের উৎসবস্থলের কিছু অংশ ঘিরে রাখতে দেখেছেন।
অনলাইনে পোস্ট করা ও এএফপি’র যাচাই করা ফুটেজে দেখা গেছে, গাড়িটি মাটিতে পড়ে থাকা মানুষদের সেবা করা প্রাথমিক চিকিৎসা কর্মীদের থেকে কয়েক মিটার দূরে ক্ষতিগ্রস্ত হুডসহ ধ্বংসস্তূপে ভরা রাস্তায় পার্ক করা রয়েছে।
প্রত্যক্ষদর্শী ডেল সেলিপ ভ্যাঙ্কুভার সানকে বলেন, গাড়িটি ভিড়ের মধ্যে ধাক্কা দেওয়ার পর তিনি রাস্তায় আহত শিশুদের দেখতে পান।
সেলিপে সংবাদপত্রটিকে বলেন, ‘একজন নারী চোখ তুলে তাকিয়ে ছিলেন, তার একটি পা ইতোমধ্যেই ভেঙে গেছে। একজন ব্যক্তি তার হাত ধরে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।’
উৎসবের নিরাপত্তারক্ষী জেন ইদাবা-কাস্টানেটো স্থানীয় একটি সংবাদ সাইটকে বলেন, তিনি সর্বত্র মৃতদেহ দেখেতে পান।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস এক বিবৃতিতে বলেছেন, তিনি ‘ভয়াবহ ঘটনার কথা শুনে সম্পূর্ণ ভেঙে পড়েছেন।’
রাজধানী অটোয়াতে, জুলি ডানবার, সকালের দৌড়ে বেরিয়েছিলেন, তিনি ২০১৮ সালে টরন্টোতে একটি ভ্যানে থাকা এক ব্যক্তির ১১ জনকে হত্যা করার কথা স্মরণ করেন।
ভ্যাঙ্কুভার পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এটি আমাদের শহরের ইতিহাসের সবচেয়ে কালো দিন।’
কানাডার রাষ্ট্রপ্রধান এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস রোববার বলেছেন, তিনি এই মৃত্যুর ঘটনায় ‘গভীরভাবে দুঃখিত’।
কানাডীয়গণ সোমবার নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। প্রার্থীরা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানোর মতো বিষয়গুলোয় ভোটারদের আকৃষ্ট করেছেন।