স্পিরিট অ্যারো সিস্টেমসের সম্পদ কেনার চূড়ান্ত চুক্তি করলো এয়ারবাস

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৬:২৬

ঢাকা ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস যুক্তরাষ্ট্রের দুর্দশাগ্রস্ত সাব-কন্ট্রাক্টর স্পিরিট অ্যারোসিস্টেমসের কিছু সম্পদ অধিগ্রহণের চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। সোমবার তারা এই চুক্তির ঘোষণা দেয়। 

প্যারিস থেকে এএফপি এই সংবাদ জানান।

এয়ারবাস প্রায় এক বছর আগে স্পিরিট অ্যারোসিস্টেমসের কিছু কার্যক্রম অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছিল, যা বিমান নির্মাতাদেরকে  ফিউজলেজ, ডানা এবং অন্যান্য উপাদান সরবরাহ করে।

সে সময় এয়ারবাস বলেছিল, চুক্তির লক্ষ্য হলো ‘এর বাণিজ্যিক বিমান প্রকল্পগুলোর জন্য সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং একটি আরো টেকসই অগ্রগতির পথ তৈরি করা।’

সোমবার এয়ারবাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার কিনস্টন, ফ্রান্সের সেন্ট নজেয়ার এবং মরক্কোর কাসাব্লাঙ্কায় স্পিরিটের স্থাপনাগুলো অধিগ্রহণ করবে। এছাড়াও, যুক্তরাষ্ট্রের উইচিটা (কানসাস), উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট এবং স্কটল্যান্ডের প্রেস্টউইক-এ ফিউজেলাজ, উইং এবং অন্যান্য যন্ত্রাংশের উৎপাদন কার্যক্রমও অধিগ্রহণ করবে এয়ারবাস।

এয়ারবাস স্পিরিট অ্যারোসিস্টেমস থেকে সাইটগুলি অধিগ্রহণের জন্য ৪৩৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবে, যা গত বছরের জুলাই মাসে ঘোষিত ৫৫৯ মিলিয়ন ডলারের চেয়ে কম।

বোয়িং গত বছর ৪.৭ বিলিয়ন ডলারে স্পিরিট অ্যারোসিস্টেমস অধিগ্রহণের জন্য একটি চুক্তি ঘোষণা করেছে, যার ফলে ২০০৫ সালে তৈরি একটি মূল সরবরাহকারী সংস্থা আবারো তাদের মালিকানাধীন হয়েছে। স্পিরিট অ্যারোসিস্টেমস ২০২৩ সালে ৬১৬ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০