মার্কিন ওষুধের দাম কমানোর লক্ষ্যে আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১১:৩৮

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ওষুধ সংক্রান্ত একটি নতুন নীতির পরিকল্পনা প্রকাশ করেছেন, যার লক্ষ্য হলো ওষুধের চড়া দাম কমানো। তিনি দাবি করেছেন প্রেসক্রিপশন ওষুধের দাম ৩০ থেকে ৮০ শতাংশ কমিয়ে আনা হবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, তারা সমতা আনার জন্য এবং বহু বছরের মধ্যে প্রথমবারের মতো আমেরিকায় ন্যায্যতা আনার জন্য তিনি সোমবার সকালে নতুন নীতি কার্যকর করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরিকল্পনা করছেন।

ট্রাম্প বলেন, তিনি একটি ‘মোস্ট ফেবারড নেশন’ নীতি প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন। যা মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ওষুধের দাম একই ওষুধের জন্য অন্যান্য দেশ কর্তৃক প্রদত্ত সর্বনিম্ন মূল্যে নির্ধারণ করবে।

মোস্ট ফেভারিটেড নেশন বা ‘সর্বাধিক পছন্দের জাতি’ মর্যাদা হল বিশ্ব বাণিজ্য সংস্থার একটি নিয়ম যার লক্ষ্য একটি দেশ এবং তার বাণিজ্যিক অংশীদারদের মধ্যে বৈষম্য রোধ করা, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সমান সুযোগ তৈরি করা।

হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে পরিকল্পনার বিস্তারিত কিছু বলেনি এএফপিকে।

মার্কিন ওষুধের দাম কমানোর চেষ্টা এটাই প্রথম নয় ট্রাম্পের। 

তার প্রথম ২০১৭-২০২১ মেয়াদে, তিনি মার্কিন ওষুধের দাম কমানোর জন্য একই ধরণের প্রস্তাব ঘোষণা করেছিলেন কিন্তু ওষুধ শিল্পের তীব্র বিরোধিতার মুখে তার পরিকল্পনা ব্যর্থ হয়।

গত মাসে, মার্কিন প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যাতে রাজ্যগুলোকে বিদেশ থেকে তুলনামূলক কম দামে ওষুধ আমদানির আরো সুযোগ দেয়া এবং দাম নির্ধারণ প্রক্রিয়া আরো কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেনজীরের স্ত্রীর দুবাইয়ের দুই ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিএমইউ-তে বিশ্ব নার্স দিবস উদ্‌যাপিত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮২ জন হাসপাতালে 
নির্বাচন যখনই হোক সফল করতে প্রস্তুতি চলছে: সিইসি
নেত্রকোনায় জুলাই যোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ
চীনের সঙ্গে আমাদের যোগাযোগ বহু প্রাচীন ও গভীর : ঢাবি উপাচার্য
জুলাই-এপ্রিলে আরএমজি রপ্তানি ৩২.৬৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১০ শতাংশ
লিটনের নেতৃত্বের প্রশংসায় সালাহউদ্দিন
বিদ্যমান আইনকে যুগোপযোগী করার সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের
জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
১০