সংযুক্ত আরব আমিরাতের কাছে ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের 

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১১:৫৪

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) :  মার্কিন কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরকে সামনে রেখে পররাষ্ট্র দপ্তর সংযুক্ত আরব আমিরাতের কাছে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক বিমান এবং সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, উপসাগরীয় রাষ্ট্রটির কাছে প্রস্তাবিত চুক্তির অধীনে বিক্রয়ের জন্য অস্ত্রের মধ্যে রয়েছে ১ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারের ছয়টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম। 

কর্মকর্তারা বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাত এই সম্পদগুলো অনুসন্ধান ও উদ্ধার, দুর্যোগ ত্রাণ, মানবিক সহায়তা এবং সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে ব্যবহার করবে।’ 

তারা বলেন, ‘মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।’

ট্রাম্প এই সপ্তাহে তেল সমৃদ্ধ রাষ্ট্র সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। তিনি গাজা ও ইরানের কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন, পাশাপাশি প্রতিরক্ষা, বিমান চলাচল থেকে শুরু করে জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তিগুলোও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। 

হেলিকপ্টার ছাড়াও, পররাষ্ট্র দপ্তর ১৩০ মিলিয়ন ডলারের এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এক পৃথক বিবৃতিতে বলেছেন, এফ-১৬ যন্ত্রাংশ সংযুক্ত আরব আমিরাতের ‘জাতীয় প্রতিরক্ষা প্রয়োজনীয়তা পূরণের জন্য তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ক্ষমতা’ বৃদ্বি করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০