সংযুক্ত আরব আমিরাতের কাছে ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের 

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১১:৫৪

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) :  মার্কিন কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরকে সামনে রেখে পররাষ্ট্র দপ্তর সংযুক্ত আরব আমিরাতের কাছে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক বিমান এবং সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, উপসাগরীয় রাষ্ট্রটির কাছে প্রস্তাবিত চুক্তির অধীনে বিক্রয়ের জন্য অস্ত্রের মধ্যে রয়েছে ১ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারের ছয়টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম। 

কর্মকর্তারা বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাত এই সম্পদগুলো অনুসন্ধান ও উদ্ধার, দুর্যোগ ত্রাণ, মানবিক সহায়তা এবং সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে ব্যবহার করবে।’ 

তারা বলেন, ‘মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।’

ট্রাম্প এই সপ্তাহে তেল সমৃদ্ধ রাষ্ট্র সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। তিনি গাজা ও ইরানের কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন, পাশাপাশি প্রতিরক্ষা, বিমান চলাচল থেকে শুরু করে জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তিগুলোও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। 

হেলিকপ্টার ছাড়াও, পররাষ্ট্র দপ্তর ১৩০ মিলিয়ন ডলারের এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এক পৃথক বিবৃতিতে বলেছেন, এফ-১৬ যন্ত্রাংশ সংযুক্ত আরব আমিরাতের ‘জাতীয় প্রতিরক্ষা প্রয়োজনীয়তা পূরণের জন্য তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ক্ষমতা’ বৃদ্বি করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে অপরাধ দমনে শ্রেষ্ঠ হলেন যারা
ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি
২০২৫ সালে প্রায় ৩ লক্ষ দক্ষিণ সুদানী দেশ ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ
চট্টগ্রামে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
১০