সংযুক্ত আরব আমিরাতের কাছে ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের 

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১১:৫৪

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) :  মার্কিন কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরকে সামনে রেখে পররাষ্ট্র দপ্তর সংযুক্ত আরব আমিরাতের কাছে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক বিমান এবং সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, উপসাগরীয় রাষ্ট্রটির কাছে প্রস্তাবিত চুক্তির অধীনে বিক্রয়ের জন্য অস্ত্রের মধ্যে রয়েছে ১ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারের ছয়টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম। 

কর্মকর্তারা বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাত এই সম্পদগুলো অনুসন্ধান ও উদ্ধার, দুর্যোগ ত্রাণ, মানবিক সহায়তা এবং সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে ব্যবহার করবে।’ 

তারা বলেন, ‘মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।’

ট্রাম্প এই সপ্তাহে তেল সমৃদ্ধ রাষ্ট্র সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। তিনি গাজা ও ইরানের কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন, পাশাপাশি প্রতিরক্ষা, বিমান চলাচল থেকে শুরু করে জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তিগুলোও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। 

হেলিকপ্টার ছাড়াও, পররাষ্ট্র দপ্তর ১৩০ মিলিয়ন ডলারের এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এক পৃথক বিবৃতিতে বলেছেন, এফ-১৬ যন্ত্রাংশ সংযুক্ত আরব আমিরাতের ‘জাতীয় প্রতিরক্ষা প্রয়োজনীয়তা পূরণের জন্য তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ক্ষমতা’ বৃদ্বি করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬, সেনাবাহিনী মোতায়েন
সুনামগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন : এ্যানি
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
১০