চীনে ইরানি তেল বিক্রির ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৯:৫৭

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র মঙ্গলবার চীনে ইরানি তেল বিক্রির ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের বিরুদ্ধে তাদের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ কৌশল অব্যাহত রেখেছে এবং একইসঙ্গে পারমাণবিক আলোচনা চলমান রয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি আানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, 'আজ যুক্তরাষ্ট্র এমন একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে, যারা ইরানের কোটি কোটি ডলারের মূল্যের লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল চীনে সরবরাহে সহায়তা করছে।'

তিনি আরও জানান, এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে ‘ইরানের সশস্ত্র বাহিনীর সাধারণ স্টাফ (এএফজিএস) এবং তাদের ছদ্মবেশী কোম্পানি সেপেহর এনার্জির’ পক্ষে।

গত কয়েক সপ্তাহে একই ধরনের আরও কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়, এমন এক সময় যখন ওয়াশিংটন ও তেহরান পারমাণবিক আলোচনায় গতি এনেছে।

গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চতুর্থ দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়, যা ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এ পর্যন্ত তাদের সবচেয়ে উচ্চপর্যায়ের সংযোগ।

আলোচনার পর ইরান জানায়, তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমে অস্থায়ী সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত।

বর্তমানে ইরান ইউরেনিয়াম ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ করছে—যা ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ৩.৬৭ শতাংশ সীমার চেয়ে অনেক বেশি, তবে অস্ত্র-উপযোগী ৯০ শতাংশ মাত্রার নিচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন টেকসই হবে না : পরিবেশ উপদেষ্টা
জুনের মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তির ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড় করবে আইএমএফ
ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় গ্রেফতারকৃত তিনজন কারাগারে
ফ্যাসিস্টদের দোসররা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে : জয়নুল আবদিন ফারুক
সাড়ে তিন বছর পর জামায়াত নেতা সাইয়েদ আহমদকে চেয়ারম্যান ঘোষণা আদালতের
শুক্রবার শুরু হচ্ছে জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি চ্যাম্পিয়নশীপ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা 
সাউথখালীতে লিগ্যাল এইড-এর মেডিয়েশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
অনলাইনে দেয়া যাবে ডিএনসিসি’র হোল্ডিং ট্যাক্স
১০