এমএইচ১৭ বিমান ভূপাতিত করার বিষয়ে পুতিনের সাথে আলোচনা হয়েছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী 

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৪:৪৫

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের সাথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ ভূপাতিত করার বিষয়ে আলোচনা করেছেন। জাতিসংঘের বিমান সংস্থা গত ২০১৪ সালের ট্র্যাজেডির জন্য মস্কোকে দায়ী করার কয়েকদিন পর তিনি এ আলোচনা করলেন বলে জানা গেছে।

কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) তাদের অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করার পর রায়ে যাত্রীবাহী বিমান ভূপাতিত করার জন্য রাশিয়া দায়ী বলে রায় দেয়। মস্কো এই রায়কে ‘পক্ষপাতদুষ্ট’ বলে খারিজ করে দিয়েছে। রায় প্রকাশের পর আনোয়ার এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানীতে ছিলেন।

আনোয়ার বলেন, পুতিন তাকে বলেছেন, মস্কো যেকোনো স্বাধীন সংস্থার তদন্তে সহায়তা করতে ‘প্রস্তুত’।

আনোয়ার বৃহস্পতিবার মালয়েশিয়ায় তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলেছেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি তিনি (পুতিন) সহযোগিতা করতে প্রস্তুত নন এমন কথা তিনি অস্বীকার করেছেন।
এগারো বছর আগে যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউক্রেনের ওপর দিয়ে রাশিয়ার তৈরি মিসাইলের আঘাতে মালয়েশিয়ার সরকারি বিমান সংস্থার একটি বোয়িং ৭৭৭ বিমান ভূপাতিত হয়, যার ফলে বিমানের ২৯৮ জন আরোহীর সবাই নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন : এ্যানি
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
১০