কানাডায় দাবানলে দু’জনের মৃত্যু, ১,০০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৫:১৯

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : বুধবার পুলিশ জানিয়েছে, মধ্য কানাডায় ভয়াবহ দাবানলে দুইজন নিহত হয়েছে। আরো ১ হাজার জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে আগুন মোকাবেলা করা চ্যালেঞ্জিং হতে পারে।

মন্ট্রিল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য বন দাবানলের ঘটনা ঘটেছে, তবে বাসিন্দাদের মৃত্যুর ঘটনা বিরল।

গত ২০২৩ সালে দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ দাবানলের মৌসুম ছিল। দাবানলে কেবলমাত্র অগ্নিনির্বাপকদের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছিল।

কানাডিয়ান ফেডারেল পুলিশ বুধবার বলেছে, ম্যানিটোবার মধ্য প্রদেশের ল্যাক-ডু-বোনেটের সম্প্রদায়ে দুজনের মৃত্যু হয়েছে। এই এলাকায় অস্বাভাবিক গরম, শুষ্ক এবং বাতাস বইছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) ক্রিস হ্যাস্টি সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষ ‘জানত যে এই ব্যক্তিরা আগুনে আটকা পড়েছিলেন।’

হ্যাস্টি আরও বলেন, ‘গতকাল বিকেলে চরম পরিস্থিতির কারণে, জরুরি কর্মীরা আজ সকাল পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যানিটোবাতে ২৪টি সক্রিয় আগুন রয়েছে, যার মধ্যে পাঁচটি নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করা হচ্ছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিপাইনে ৫.৭ মাত্রার ভূমিকম্প; আহত ১৪
ডিএসসিসি’র ২৫ কোটি টাকা আত্মসাৎ : সাবেক সিইওসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
খসড়া ভোটার তালিকার সংশোধন আবেদন নিষ্পত্তি করতে কর্তৃপক্ষ নিয়োগ 
উত্তর-পূর্ব স্পেনে বৃষ্টির সতর্কতা কম, ১৮ জন আহত
‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা
সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
১০