শিশু যৌন নিপীড়ন প্রশ্নে ফরাসি প্রধানমন্ত্রীর শুনানি ঘিরে পার্লামেন্ট বিভক্ত

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৮:৪৫
ছবি : সংগৃহীত

প্যারিস, ১৫ মে ২০২৫ (বাসস): ক্যাথলিক বিদ্যালয়ে শিশু যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু’র শুনানি ঘিরে দেশটির রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্যারিস থেকে এএফপি জানায়, বুধবার (১৪ মে) ফরাসি সংসদে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে এক উত্তেজনাপূর্ণ শুনানিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের একটি স্কুলে যৌন নিপীড়নের অভিযোগ সম্পর্কে ব্যাখ্যা দেন।

প্রধানমন্ত্রীর ভাষায়, গণমাধ্যমেই তিনি এসব অভিযোগের কথা প্রথম শোনেন। তিনি অভিযোগ করেন, শুনানি কমিটি এবং বিশেষ করে বামপন্থী ‘ফ্রান্স আনবাউড’ (এলএফআই) দলের একজন সহ-প্রতিবেদক সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে কাজ করছেন।

কিন্তু অনেক সংসদ সদস্যই প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে সন্তুষ্ট নন। সমাজতান্ত্রিক দলের সংসদীয় নেতা বরিস ভালো বলেন, ‘এই শুনানির পর জনগণ বা ভুক্তভোগীরা কি সত্যিই কী ঘটেছিল তা জানতে পারল? আমি মনে করি না।’

অন্যদিকে, ডানপন্থী ‘ন্যাশনাল র‌্যালি’ দলের সহ-সভাপতি সেবাস্তিয়েন চেনু শুনানিকে ‘মস্কোর বিচার’ বলে উল্লেখ করেন। তার ভাষায়, ‘এটি ছিল এক ধরনের স্তালিনপন্থা।’
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মর্ক ফেসনো বলেন, ‘মানুষকে এভাবে হেনস্তা করাটা ভয়ংকর। এটা যেন একপ্রকার ত্মালিনবাদ।’

বিপরীতে, এলএফআই দলের পল ভানিয়ে অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ফেব্রুয়ারিতে সংসদে মিথ্যা বলেছেন। তার ভাষায়, ‘ফ্রাঁসোয়া বাইরু সংসদের সামনে মিথ্যা বলেছেন—এটি এখন পরিষ্কার।’

তিনি জানান, কমিটি প্রধানমন্ত্রীর সর্বশেষ বক্তব্য গভীরভাবে পর্যালোচনা করবে।

‘এলএফআই’ দলের জাতীয় সমন্বয়ক ম্যানুয়েল বমপার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘একজন প্রধানমন্ত্রী যদি সংসদীয় পর্যবেক্ষণের সময় মিথ্যা বলেন, আমরা কি তাঁকে মেনে নিতে পারি? আমাদের উত্তর,না।’

প্রসঙ্গত, বাইরু ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন এই নিপীড়নের ঘটনা জানতেন বলে বিরোধীরা অভিযোগ করছেন। উল্লেখ্য, বাইরু’র সন্তানরাও ওই স্কুলে পড়াশোনা করেছে এবং তার স্ত্রী সেখানে ধর্মীয় শিক্ষক ছিলেন।

ফ্রাঁসোয়া বাইরু প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ’র মেয়াদে ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ২০২৪ সালের ডিসেম্বর মাসে দায়িত্ব নেন। তবে বেথারাম স্কুল-কাণ্ডে তার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এবং জনসমর্থনও কমছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিপাইনে ৫.৭ মাত্রার ভূমিকম্প; আহত ১৪
ডিএসসিসি’র ২৫ কোটি টাকা আত্মসাৎ : সাবেক সিইওসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
খসড়া ভোটার তালিকার সংশোধন আবেদন নিষ্পত্তি করতে কর্তৃপক্ষ নিয়োগ 
উত্তর-পূর্ব স্পেনে বৃষ্টির সতর্কতা কম, ১৮ জন আহত
‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা
সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
১০