‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২৩:৩৩

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : ইউক্রেন সংকট নিয়ে তুরস্কে রাশিয়া-ইউক্রেন প্রত্যাশিত শান্তি আলোচনার অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, ইউক্রেনের মিত্রদের ‘এখনই পদক্ষেপ নিতে হবে’ এবং ‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করতে হবে।’

বার্লিন থেকে এএফপি জানায়, ২০২২ সালের পর এই প্রথমবারের মতো তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় বসার কথা থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ওই আলোচনায় অংশ নিচ্ছেন না।

বার্লিনে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের সঙ্গে বৈঠকের পর হিলি বলেন, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে। তিনি বলেন, 'পুতিনকে আলোচনার টেবিলে আনার জন্য আমাদের চাপ সৃষ্টি করতে হবে।'

তিনি আরও বলেন, 'আমরা ইউরোপের অগ্রণী দেশ হিসেবে এটি করতে প্রস্তুত,' উল্লেখ করেন সম্প্রতি কিয়েভ সফরে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতাদের প্রতিশ্রুতির কথা।

জন হিলি বলেন, 'পুতিনের জন্য ইউক্রেনে কোনো বিজয়ের পথ নেই। এখনই তার সময়—আলোচনায় বসার, যুদ্ধ বন্ধ করার।'

পিস্টোরিয়াস একমত পোষণ করে বলেন, 'যুদ্ধ বন্ধ করার ক্ষমতা পুতিনেরই আছে, তিনি চাইলে ইস্তাম্বুলে যেতে পারেন, অস্ত্রবিরতির নির্দেশ দিতে পারেন।'

তিনি আরও বলেন, রাশিয়ার সাম্প্রতিক পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ‘কথার সুরে কিছু পরিবর্তন’ লক্ষ্য করেছেন, তবে এর ধারাবাহিকতা ও ফলাফল কী হবে, তা দেখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী
কক্সবাজারে নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্টের ভাষণের পর মাদাগাস্কারে কয়েকশ’ মানুষের উল্লাস 
জাতীয় চ্যাম্পিয়নশীপের মূলপর্বে খুলনা
বাংলাদেশ জলবায়ু ঋণের ফাঁদে আটকা পড়ছে : মাথাপিছু ঋণ ৮০ ডলার
ফিলিপাইনে ৫.৭ মাত্রার ভূমিকম্প; আহত ১৪
ডিএসসিসি’র ২৫ কোটি টাকা আত্মসাৎ : সাবেক সিইওসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
১০