‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২৩:৩৩

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : ইউক্রেন সংকট নিয়ে তুরস্কে রাশিয়া-ইউক্রেন প্রত্যাশিত শান্তি আলোচনার অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, ইউক্রেনের মিত্রদের ‘এখনই পদক্ষেপ নিতে হবে’ এবং ‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করতে হবে।’

বার্লিন থেকে এএফপি জানায়, ২০২২ সালের পর এই প্রথমবারের মতো তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় বসার কথা থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ওই আলোচনায় অংশ নিচ্ছেন না।

বার্লিনে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের সঙ্গে বৈঠকের পর হিলি বলেন, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে। তিনি বলেন, 'পুতিনকে আলোচনার টেবিলে আনার জন্য আমাদের চাপ সৃষ্টি করতে হবে।'

তিনি আরও বলেন, 'আমরা ইউরোপের অগ্রণী দেশ হিসেবে এটি করতে প্রস্তুত,' উল্লেখ করেন সম্প্রতি কিয়েভ সফরে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতাদের প্রতিশ্রুতির কথা।

জন হিলি বলেন, 'পুতিনের জন্য ইউক্রেনে কোনো বিজয়ের পথ নেই। এখনই তার সময়—আলোচনায় বসার, যুদ্ধ বন্ধ করার।'

পিস্টোরিয়াস একমত পোষণ করে বলেন, 'যুদ্ধ বন্ধ করার ক্ষমতা পুতিনেরই আছে, তিনি চাইলে ইস্তাম্বুলে যেতে পারেন, অস্ত্রবিরতির নির্দেশ দিতে পারেন।'

তিনি আরও বলেন, রাশিয়ার সাম্প্রতিক পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ‘কথার সুরে কিছু পরিবর্তন’ লক্ষ্য করেছেন, তবে এর ধারাবাহিকতা ও ফলাফল কী হবে, তা দেখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন : এ্যানি
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০