‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২৩:৩৩

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : ইউক্রেন সংকট নিয়ে তুরস্কে রাশিয়া-ইউক্রেন প্রত্যাশিত শান্তি আলোচনার অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, ইউক্রেনের মিত্রদের ‘এখনই পদক্ষেপ নিতে হবে’ এবং ‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করতে হবে।’

বার্লিন থেকে এএফপি জানায়, ২০২২ সালের পর এই প্রথমবারের মতো তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় বসার কথা থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ওই আলোচনায় অংশ নিচ্ছেন না।

বার্লিনে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের সঙ্গে বৈঠকের পর হিলি বলেন, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে। তিনি বলেন, 'পুতিনকে আলোচনার টেবিলে আনার জন্য আমাদের চাপ সৃষ্টি করতে হবে।'

তিনি আরও বলেন, 'আমরা ইউরোপের অগ্রণী দেশ হিসেবে এটি করতে প্রস্তুত,' উল্লেখ করেন সম্প্রতি কিয়েভ সফরে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতাদের প্রতিশ্রুতির কথা।

জন হিলি বলেন, 'পুতিনের জন্য ইউক্রেনে কোনো বিজয়ের পথ নেই। এখনই তার সময়—আলোচনায় বসার, যুদ্ধ বন্ধ করার।'

পিস্টোরিয়াস একমত পোষণ করে বলেন, 'যুদ্ধ বন্ধ করার ক্ষমতা পুতিনেরই আছে, তিনি চাইলে ইস্তাম্বুলে যেতে পারেন, অস্ত্রবিরতির নির্দেশ দিতে পারেন।'

তিনি আরও বলেন, রাশিয়ার সাম্প্রতিক পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ‘কথার সুরে কিছু পরিবর্তন’ লক্ষ্য করেছেন, তবে এর ধারাবাহিকতা ও ফলাফল কী হবে, তা দেখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০