সাবেক এফবিআই প্রধান কোমির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার হুমকির তদন্ত শুরু

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১১:৫০

ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছেন—এমন অভিযোগের তদন্ত শুরু করেছে দেশটির আইনপ্রয়োগকারী সংস্থাগুলো। বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নোম এই ঘোষণা দেন কোমির একটি ইনস্টাগ্রাম পোস্টের পর, যেটিতে ‘৮৬ ৪৭’ লেখা ঝিনুকের ছবি প্রকাশ করা হয়েছিল। সেখানে ‘৮৬’ যুক্তরাষ্ট্রীয় স্ল্যাংয়ে ‘হত্যা করা’ বোঝায়, আর ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।

নোম এক্সে লিখেছেন, ‘কলঙ্কিত সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘হোমল্যান্ড সিকিউরিটি ও সিক্রেট সার্ভিস এই হুমকির তদন্ত করছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

পরে কোমি ইনস্টাগ্রামে বলেন, ‘আজ সমুদ্রসৈকতে হাঁটার সময় দেখা কিছু ঝিনুকের ছবি পোস্ট করেছিলাম, যেটি আমি রাজনৈতিক বার্তা বলে ধরে নিয়েছিলাম।’

তিনি যোগ করেন, ‘আমি জানতাম না, কিছু লোক ওই সংখ্যা সহিংসতার সঙ্গে যুক্ত করে দেখবে। আমার মাথাতেই আসেনি, তবে আমি সব ধরনের সহিংসতার বিরোধী। তাই পোস্টটি মুছে দিয়েছি।’

উল্লেখ্য, গত জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলার এলাকায় একটি সমাবেশে অংশ নেওয়ার সময় ট্রাম্প একটি হত্যাচেষ্টায় কানে গুলিবিদ্ধ হন। তিনি অতীতেও বিভিন্ন হত্যার হুমকির মুখে পড়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন : এ্যানি
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০