সাবেক এফবিআই প্রধান কোমির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার হুমকির তদন্ত শুরু

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১১:৫০

ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছেন—এমন অভিযোগের তদন্ত শুরু করেছে দেশটির আইনপ্রয়োগকারী সংস্থাগুলো। বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নোম এই ঘোষণা দেন কোমির একটি ইনস্টাগ্রাম পোস্টের পর, যেটিতে ‘৮৬ ৪৭’ লেখা ঝিনুকের ছবি প্রকাশ করা হয়েছিল। সেখানে ‘৮৬’ যুক্তরাষ্ট্রীয় স্ল্যাংয়ে ‘হত্যা করা’ বোঝায়, আর ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।

নোম এক্সে লিখেছেন, ‘কলঙ্কিত সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘হোমল্যান্ড সিকিউরিটি ও সিক্রেট সার্ভিস এই হুমকির তদন্ত করছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

পরে কোমি ইনস্টাগ্রামে বলেন, ‘আজ সমুদ্রসৈকতে হাঁটার সময় দেখা কিছু ঝিনুকের ছবি পোস্ট করেছিলাম, যেটি আমি রাজনৈতিক বার্তা বলে ধরে নিয়েছিলাম।’

তিনি যোগ করেন, ‘আমি জানতাম না, কিছু লোক ওই সংখ্যা সহিংসতার সঙ্গে যুক্ত করে দেখবে। আমার মাথাতেই আসেনি, তবে আমি সব ধরনের সহিংসতার বিরোধী। তাই পোস্টটি মুছে দিয়েছি।’

উল্লেখ্য, গত জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলার এলাকায় একটি সমাবেশে অংশ নেওয়ার সময় ট্রাম্প একটি হত্যাচেষ্টায় কানে গুলিবিদ্ধ হন। তিনি অতীতেও বিভিন্ন হত্যার হুমকির মুখে পড়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০